শুক্রবার,১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


নেতার শহর কুমিল্লা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.১১.২০১৪

 

 

6_minister_BG_banglanews24_885216635

আসাদ জামান ও ইমতিয়াজ আহমেদ জিতুঃ
নেতার শহর কুমিল্লা। সমকালীন রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবস্থান ধরে রেখেছে ঐতিহ্যবাহী এই জেলা শহরটি। যে দলই ক্ষমতায় থাকুক এ শহর দু’চারজন মন্ত্রী পাবেই পাবে। দেশের প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির ডজনখানেক হাইপ্রোফাইল নেতার জন্ম এ কুমিল্লাতেই।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য দুই দুইবারের মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনের জন্ম কুমিল্লার দাউদকান্দিতে। বর্ষীয়ান এই রাজনীতিক ১৯৭৯ সালে জিয়াউর রহমানের হাত ধরে রাজনীতিতে আসেন। ওই বছরই বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক হন তিনি।

এরপর ১৯৮৭ সালে বিএনপির যুগ্ম মহাসচিব নির্বাচিত হন। ১৯৯৪ সালে দলটির সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হন তিনি।

১৯৯১ সালে বিএনপি ক্ষমতায় এলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ-জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী হন ড. খন্দকার মোশাররফ হোসেন। ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি নির্বাচনের পর অল্প কিছুদিনের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বও পালন করেন তিনি।

এরপর ২০০১ সালে চারদলীয় জোট ক্ষমতা আসলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পান ড. খন্দকার মোশাররফ হোসেন। বিএনপির টিকিটে চার চারবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। বর্তমানে এই বর্ষীয়ান নেতা কারাগারে আছেন।
জেলায় বিএনপির আরেক বর্ষীয়ান রাজনীতিক এম কে আনোয়ার। বিএনপির সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির গুরুত্বপূর্ণ সদস্যও তিনি। আমলা থেকে রাজনীতিক বনে যাওয়া এম কে আনোয়ারের জন্ম কুমিল্লার হোমনায়। ২০০১ সালে বিএনপি ক্ষমতায় এলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানিসম্পদ মন্ত্রী হন তিনি।

বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার জন্মস্থান জেলার মুরাদনগরে। ১৯৯১ সালে বিএনপি সরকারের আমলে গণপূর্তমন্ত্রী ছিলেন তিনি। বর্ষীয়ান এই রাজনীতিক বর্তমানে বিএনপির নীতি-নির্ধারকদের অন্যতম।

এরশাদের আমলে ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করা বিএনপির বর্তমান ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন কায়কোবাদও কুমিল্লার সন্তান। দাউদকান্দিতে জন্ম নেওয়া এই নেতা একসময় কুমিল্লার রাজনীতিতে ‘ভাইটাল রুল’ রাখতেন। ওয়ান-ইলেভেনের পর অনেকটা ব্যাকফুটে চলে যান তিনি। এখন রয়েছেন দেশের বাইরে।

বিএনপির ভাইস চেয়ারম্যান রাবেয়া চৌধুরীর বাড়িও কুমিল্লাতে। বর্তমানে তিনি কুমিল্লা জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছেন। বর্ষীয়ান এই রাজনীতিক খালেদা জিয়ার আজকের জনসভায় সভাপতিত্ব করবেন।

বিশিষ্ট সাংবাদিক প্রেস ক্লাবের সাবেক সভাপতি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদও কুমিল্লার লোক। কুমিল্লার বুড়িচং ব্রাহ্মণপাড়ায় জন্ম নেওয়া এই সাংবাদিক নেতা বর্তমানে বিএনপির গুরুত্বপূর্ণ নেতাদের অন্যতম।

এছাড়া সাবেক নৌ-পরিবহনমন্ত্রী কর্নেল (অব.) আকবর হোসেন বীর প্রতীকও ছিলেন কুমিল্লার সন্তান। বর্তমানে তারই ছোট ভাই কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মনিরুল হক সাক্কু স্থানীয় রাজনীতির ধারক-বাহক হয়ে ওঠেছেন।
কেবল বিএনপিতে নয়, আওয়ামী লীগের অনেক বাঘা বাঘা নেতার বাড়িও কুমিল্লাতে। সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরুর জন্ম কুমিল্লায়। বুড়িচং ব্রাহ্মণপাড়ার এই সন্তান ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে আইনমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এখন পর্যন্ত আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতা হিসেবে নিজের রাজনৈতিক ক্যারিয়ার ধরে রেখেছেন বর্ষীয়ান এই আইনজীবী।

সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদের বাড়িও কুমিল্লায়। মেঘনা উপজেলায় জন্ম নেওয়া ব্যারিস্টার শফিক আহমেদ ২০০৮ সালের ২৯ ডিসেম্বর টেকনোক্রেট কোঠায় আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকারের মন্ত্রী হন।

বর্তমান রেলমন্ত্রী মুজিবুল হকও কুমিল্লার সন্তান। কুমিল্লার চৌদ্দগ্রামে জন্ম নেওয়া মুজিবুল হক গত সরকারের শেষদিকে রেলমন্ত্রীর দায়িত্ব পান। অত্যন্ত সাদাসিধা এই মানুষটি এখনো রেলমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। সম্প্রতি ৬৮ বছর বয়সে বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে নানা সরস আলোচনার জন্ম দিয়েছেন মুজিবুল হক।

আওয়ামী লীগের আরেক হাইপ্রোফাইল নেতা সুবিদ আলী ভূঁইয়াও কুমিল্লার সন্তান। বর্তমান সংসদ সদস্য সুবিদ আলী ভূঁইয়া দীর্ঘদিন ধরেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত আছেন।

কুমিল্লায় জন্ম নেওয়া জাতীয় নেতাদের এ তালিকা হয়তো আরো দীর্ঘ হবে। ১৯৯১ সালে গণতন্ত্রের পুন:যাত্রা শুরু হলে যারা তাদের রাজনৈতিক প্রজ্ঞা, পরিশ্রম, যোগ্যতা দিয়ে বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ স্থান দখল করেছেন তাদের এ তালিকায় তুলে ধরা হলো।

তবে এ জেলায় কুখ্যাত খন্দকার মোস্তাকেরও জন্ম- সে কথা না হয় ভুলেই গেলাম!



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি