সোমবার,২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


হিউজের মরদেহ বহন করবেন মাইকেল ক্লার্ক


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.১২.২০১৪

clark-22_47284

পূর্বাশা ডেস্কঃ
প্রতিপক্ষের এক বোলারের বাউন্সারে ঘাড়ে আঘাত পেয়ে অকালে মৃত্যুবরণকারী ফিলিপ হিউজের শেষকৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হবে আগামীকাল। হিউজের জন্মশহর নিউ সাউথ ওয়েলসের ম্যাকসভিলে অনুষ্ঠিত হবে তার এ শেষকৃত্যানুষ্ঠান। হিউজকে নিজের ছোট ভাই হিসেবেই মনে করতেন ক্লার্ক। তাই তার বিদায়বেলাও পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছেন ক্লার্ক। শেষকৃত্যানুষ্ঠানে হিউজের মরদেহবহনকারীদের একজন হিসেবে দেখা যাবে ক্লার্ককে। সেই সঙ্গে তিনি হিউজের প্রতি শেষ শ্রদ্ধাও নিবেদন করবেন। খবর বিবিসির

আগামীকাল গ্রিনিচ মান সময় অনুযায়ী ৩টায় শুরু হবে হিউজের শেষকৃত্যানুষ্ঠান। এতে অস্ট্রেলিয়ার জাতীয় ক্রিকেট দলের সদস্যরা ও শেন ওয়ার্নসহ দেশটির সাবেক ক্রিকেট গ্রেটরা অংশ নিবেন। বর্তমানে অস্ট্রেলিয়া সফররত ভারতীয় ক্রিকেট দলের বিরাট কোহলিসহ আরো কয়েকজন খেলোয়াড়ও এতে উপস্থিত থাকবেন।

উল্লেখ্য, গত ২৭ নভেম্বর চিকিৎসাধীন অবস্থায় সিডনির সেন্ট ভিনসেন্ট হাসপাতালে মারা যান ফিল হিউজ। তার বয়স হয়েছিল মাত্র ২৫। এর আগে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ২৫ নভেম্বর এক ম্যাচ ব্যাট করার সময় নিউ সাউথ ওয়েলসের বোলার শন এবোটের এক বাউন্সারে ঘাড়ে [মাথার নিচের অংশে] আঘাত পান তিনি। এ ঘটনায় তার মাথায় জরুরি অপারেশন হয়। এরপর তাকে ইনডিউচট কোমায় রাখা হলেও দুইদিন তার জ্ঞান ফেরেনি। এ অবস্থায় ২৭ নভেম্বর পৃথিবীর মায়া ছেড়ে ও পুরো অস্ট্রেলিয়াকে কাঁদিয়ে পরপারে চলে যান ফিল। অস্ট্রেলিয়ার হয়ে মাত্র ২৬টি টেস্ট ও ২৫টি একদিনের ম্যাচ খেলেছিলেন তিনি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি