শুক্রবার,২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ


কুমিল্লায় নির্ভয় জীবনবীমার দাবি নিষ্পত্তি করলো গ্রামীণফোন


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.১২.২০১৪

Nirvoy_30.11

সংবাদ বিজ্ঞপ্তি

দেশের বৃহত্তম টেলিযোগাযোগ প্রতিষ্ঠান গ্রামীণফোন অতি সম্প্রতি কুমিল্লায় তাদের গ্রাহক প্রায়ত বাচ্চু মিয়ার “নির্ভয় লাইফ” বীমা দাবী নিস্পত্তি করেছে।
বাচ্চু মিয়ার গ্রামীণফোন সংযোগটি “নির্ভয়” নিবন্ধনের আওতাভুক্ত ছিল। গত ১৮ নভেম্বর বাচ্চু মিয়া মারা যান। বাচ্চু মিয়ার সন্তান হেলাল মিয়ার হাতে বীমার দাবীকৃত ২০০০০ টাকার চেক তুলে দেন গ্রামীণফোন লিমিটেডের কুমিল্লা রিজিওনাল সেলস প্রধান আতিকুল হোসেন।
হেলাল মিয়ার বাড়ি বাঞ্ছারামপুরের সাইফুল্লা কান্দি গ্রামে। তার বড় ভাই মারা যাওয়ার কিছুদিনের মধ্যেই তার বাবা মারা যান। অসুস্থ মাকে নিয়ে নিদারুন অর্থ সঙ্কটে পড়ে যান তিনি। হঠাৎই তিনি তার বাবার গ্রামীণফোন সংযোগে আসা এসএমএস এর মাধ্যমে জানতে পারেন সংযোগটি “নির্ভয়” আওতাভূক্ত অর্থাৎ বাচ্চু মিয়া নিজের গ্রামীণফোন সংযোগের মাধ্যমে “নির্ভয় লাইফ” ইন্সুরেন্স সেবা নিয়েছেন এবং সন্তান হেলাল মিয়াকে উত্তরাধিকার হিসাবে মনোনীত করেছেন। বিষয়টি জানার পর হেলাল মিয়া কুমিল্লায় গ্রামীণফোন কেন্দ্রে এসে বীমার অর্থ দাবি করেন। বিষয়টি জানামাত্র খুব দ্রুততম সময়ের মধ্যে প্রাতিষ্ঠানিক কাজ শেষে হেলাল মিয়ার হাতে প্রাপ্য ২০০০০ টাকা তুলে দেন গ্রামীণফোনের কুমিল্লা রিজিওনাল সেলস প্রধান আতিকুল হোসেন। এসময় উপস্থিত ছিলেন, গ্রামীণফোন লিমিটেড কুমিল্লার সেন্টার হেড সাজ্জাদুল ইসলাম সানি।
প্রতি মাসের ব্যবহৃত টক টাইমের উপর ভিত্তি করে নির্ধারিত বিনামূল্যের নির্ভয় বীমা শুধুমাত্র গ্রামীণফোন গ্রাহকদের জন্য প্রযোজ্য। সেবা প্রদানকারী প্রধান সহযোগী হিসেবে রয়েছে প্রগতি লাইফ ইনস্যুরেন্স এবং সহায়তায় রয়েছে মাইক্রোএনসিউর বাংলাদেশ। নির্ভয় লাইফ সেবা চালুর পর থেকে মাইক্রোএনসিউর বাংলাদেশ, প্রগতী লাইফ ইনস্যুরেন্স এর সহযোগিতায় ৯৪টি বীমার দাবী নিষ্পন্ন করেছে যার পরিমান ৩৫ লক্ষ টাকার বেশি। প্রয়োজনীয় কাগজপত্র পাওয়ার ৫ দিনের মধ্যে অর্থ পরিশোধ নিশ্চিত করেছে গ্রামীণফোন এবং মাইক্রোএনসিউর বাংলাদেশ।
২০১৩ সালের জুন মাসে নির্ভয় লাইফ সেবা চালু করা হয় এবং এক বছরের কিছু বেশি সময়, ২০১৪ সালের নভেম্বর মাসের মধ্যে এই সেবা গ্রহনকারীর সংখ্যা ৩০ লক্ষ অতিক্রম করেছে। বর্তমানে প্রায় ৩৩ লক্ষ গ্রামীনফোন গ্রাহক এই সেবার অন্তর্ভূক্ত।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি