শুক্রবার,১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


দুর্নীতিতে বাংলাদেশ ১৪তম


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.১২.২০১৪

somoy_news_4325

পূর্বাশা ডেস্কঃ

সিপিআই ২০১৪ এর ফলাফল অনুযায়ী মানের নিন্মক্রম অনুসারে দুর্নীতির ধারণা সূচকে গত বছরের চেয়ে ২ ধাপ অবনতি হয়েছে বাংলাদেশের। এই ধারণা সূচকে গতবছর বাংলাদেশের অবস্থান ছিল ১৬তম। এবছর ২ ধাপ কমে ১৪তম অবস্থানে রয়েছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ‘টিআইবি’র ২০১৪ এর দুর্নীতি সূচকে বাংলাদেশের এই অবস্থানের কথা বলা হয়েছে।

বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে টিআইবি’র বিশ্ব দুর্নীতির সূচক প্রকাশ অনুষ্ঠানে দেয়া বক্তব্যে এ তথ্য জানান সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। টিআইবি সূচকে বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় প্রথম অবস্থানে রয়েছে সোমালিয়া।

অন্যদিকে তালিকায় বিশ্বের সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে উঠে এসেছে ডেনমার্ক। এছাড়াও দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশের তালিকার শীর্ষে রয়েছে ভুটান।

একশ’ স্কোরের মধ্যে বর্তমানে বাংলাদেশের স্কোর ২৫, যা গত বছর ছিল ২৭।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি