শুক্রবার,১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


মোদি-মমতার ইউটার্ন ও সীমান্ত চুক্তি


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.১২.২০১৪

Modi-attacks-Mamata

নয়াদিল্লী প্রতিনিধি : নরেন্দ্র মোদির ১৮০ দিনের সরকারকে ‘ইউটার্ন গভর্নমেন্ট’ বলে রাহুল গান্ধী বা তাঁর দল কংগ্রেস অবশ্যই ভুল কিছু করেনি। প্রধানমন্ত্রী বা জননেতা হিসেবে মোদি জনপ্রিয় ঠিকই, কিন্তু তাঁর ‘ইউটার্ন’-এর বহরও নিতান্ত কম নয়। এবং এই ইউটার্নের জন্য মোদি ও তাঁর দলই একমাত্র দায়ী। কংগ্রেসের হাতে সমালোচনার এই তিরগুলো তাঁরাই তুলে দিয়েছেন।
কালোটাকার বিষয়টা-ই ধরা যাক। মোদি নিজে বারবার বড় মুখ করে বলে এসেছেন, ক্ষমতায় এলে ১০০ দিনের মধ্যেই বিদেশের ব্যাংকে মজুত কালোটাকা দেশে ফিরিয়ে আনবেন। শুধু কী তাই? এ কথাও বলেছিলেন, যে পরিমাণ টাকা বিদেশে অবৈধভাবে গচ্ছিত রয়েছে, তা বিলি করা হলে দেশের মানুষ মাথাপিছু ১৫ থেকে ১৬ লাখ টাকা করে পাবেন। ১০০ দিন পার হয়ে ২০০ দিনের দিকে সরকার এগোচ্ছে। কোথায় টাকা, কোথায় টাকা রবের মাঝে অর্থমন্ত্রী অরুণ জেটলি সংসদে জানালেন, বিদেশি ব্যাংকগুলোর সঙ্গে যে ধরনের চুক্তি রয়েছে, তাতে এখনই টাকা ফেরত আনা সম্ভব নয়। জেটলি ঠিক সেই কথাই বলেছেন, কংগ্রেস শাসনে অর্থমন্ত্রী প্রণব মুখার্জি বা পি চিদাম্বরমেরা যে যুক্তিগুলো দেখিয়েছিলেন। কমপ্লিট ইউটার্ন সন্দেহ নেই।
এই রকম আদি ও অকৃত্রিম ইউটার্নের আরেকটা জ্বলন্ত উদাহরণ বাংলাদেশ-ভারত সীমান্ত চুক্তি। তবে শুধু মোদির দলের জন্যই নয়, পশ্চিমবঙ্গের সর্বজনীন দিদির ক্ষেত্রেও তা সমানভাবে প্রযোজ্য। প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বড় সাধ ছিল ২০১১ সালে ঢাকা
সফরের সময় সীমান্ত ও তিস্তা চুক্তি দুটি চূড়ান্ত করে ফেলার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে তিনি ঢাকা যেতেও চেয়েছিলেন। মমতাকে কতখানি গুরুত্ব তিনি দেন, তা প্রমাণের অদম্য বাসনা তাঁর মধ্যে ছিল। কিন্তু মমতা যে মমতাই। অতুলনীয়া। পাকা ঘুঁটি কাঁচাতে তাঁর জুড়ি মেলা ভার। অতঃপর কী কী ঘটেছিল, বাংলাদেশ ও ভারতের মানুষজনের তা বেশ জানা আছে। আমার মনে পড়ছে, গত বছরের বর্ষাকালীন অধিবেশনে একবার সীমান্ত বিলটা রাজ্যসভায় পেশ হবে বলে ঠিক হলো। মমতা তাঁর দলের রাজ্যসভার সদস্যদের ফোন করে বললেন, প্রাণ যায় যাক, বিল যেন মন্ত্রী পেশ করতে না পারেন। যেদিন বিল পেশ হওয়ার কথা, সেদিন অরুণ জেটলির সঙ্গে দেখা। কী হবে, জানতে চাইলে তিনি বললেন, ‘এই তো একটু আগে দীপু মনির (বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী) টেক্সট পেলাম। তাঁরা খুব চাইছেন। আমিও চাই। দেখা যাক।’ বিলটি সেদিন পেশ করতেই পারলেন না কংগ্রেসের পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ। বিজেপি, তৃণমূল কংগ্রেস ও অসম গণপরিষদের সদস্যরা রে রে করে ঘিরে ফেলেছিলেন সালমানকে। মনে পড়ছে, সেই সময় সুষমা স্বরাজ রাজ্যসভায় ব্যাখ্যা করেছিলেন, কেন ওই বিলে তাঁরা সম্মতি দিতে পারছেন না। কেন বিলটি দেশের স্বার্থবিরোধী।
এই বিজেপি, এই তৃণমূলই কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয়কে সবুজসংকেত দিয়েছিল। পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরার রাজ্য সরকারদের চিঠিও পররাষ্ট্র মন্ত্রণালয়কে দেওয়া হয়েছিল। কিন্তু রাজনীতি বড় কঠিন ঠাঁই। নানা কেলেঙ্কারিতে বিব্রত, ব্যতিব্যস্ত ও বিপর্যস্ত কংগ্রেসকে কৃতিত্বের ভাগীদার হতে দিতে রাজি হয়নি বিজেপি ও তৃণমূল কংগ্রেস। দেয়ালের লিখন বিজেপি তত দিনে পড়ে ফেলেছে। বুঝে গেছে, ক্ষমতায় তারা আসছেই। কৃতিত্ব যদি নিতেই হয়, তারাই নেবে। ডুবন্ত কংগ্রেস নয়।
মমতার নজর অবশ্য ছিল রাজ্যের দুই লাখ কোটি টাকার দেনার সুদ মওকুফের দিকে। কংগ্রেসকে দিয়ে সেই সুদ যখন মওকুফ করানো গেল না, তিন বছরের জন্য সুদ স্থগিতও হলো না, মমতা তখন কংগ্রেসকে ‘টাইট’ করতে আদাজল খেয়ে নামলেন। সহজ হাতিয়ার সীমান্ত ও তিস্তা চুক্তি। দুই দলের সম্পর্ক যত খারাপ হয়েছে, ততই দূরে সরে গিয়েছে সীমান্ত চুক্তি রূপায়ণের সম্ভাবনা। ভোটের সময় মোদি-হাওয়া রুখতে মমতা তুমুল গালি পাড়তে লাগলেন মোদি-অমিত শাহ জুটিকে। যত গালি, তত মেরুকরণ ঘটতে থাকে মুসলমান ভোটে। সাংগঠনিক শক্তি ও এই মেরুকরণ তৃণমূলকে ৪২-এর মধ্যে ৩৪টা আসন এনে দিলেও জাতীয় রাজনীতিতে তিনি এলেবেলে হয়ে গেলেন। কোনো গুরুত্বই তাঁর থাকল না।
এই পরিস্থিতিতে সারদা কেলেঙ্কারি তাঁর গলায় ফাঁস হয়ে বসে গেল। বোঝার ওপর শাকের আঁটি হিসেবে জেঁকে বসল বর্ধমানের খাগড়াগড় বিস্ফোরণ। ভাঙব তবু মচকাব না গোছের ভাব মমতা এখনো দেখাচ্ছেন ঠিকই, কিন্তু ভেতর ভেতর ক্রমেই চুরচুর হয়ে যাচ্ছেন তিনি। না হলে এত সহজে সীমান্ত চুক্তিতে সায় দেন কীভাবে?
সীমান্ত চুক্তি নিয়ে সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকের ১০ দিন আগে মমতা চার দিনের জন্য দিল্লি ঘুরে যান। সেই সময়েই তিনি মোটামুটি বুঝিয়ে দেন, সীমান্ত চুক্তি নিয়ে তাঁর মনোভাব যতটা কঠিন ছিল, এখন আর ততটা নেই। কেন তিনি বিরোধিতা করেছিলেন, এখন কেনই বা নরম হচ্ছেন, এসবের কোনো ব্যাখ্যা তিনি তখন দেননি। দলের কারও সঙ্গে বিশেষ আলোচনাও যে করেননি, বোঝা যায় যখন দলের দুই নম্বর নেতা মুকুল রায় একজন সাংবাদিককে বলেন, ‘আমাদের কোনো তাড়া নেই।’ স্থায়ী কমিটির বৈঠক শুরুর দুই দিন আগে আরেক শীর্ষ নেতা সৌগত রায়কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, সীমান্ত বিল নিয়ে তাঁদের কোনো আলোচনাও হয়নি, কোনো নির্দেশও নেই। অথচ স্থায়ী কমিটিতে দলীয় সদস্য অধ্যাপক সুগত বসু বৈঠকের দিন মমতার অনুমতি নিয়েই কমিটির সুপারিশে সম্মতি দেন। রাজ্যের সঙ্গে রাজনৈতিক পর্যায়ে আলোচনা করে চুক্তি রূপায়ণের যে প্রস্তাব সুগত রাখেন, সবাই তা মেনেও নেয়। সেই অনুযায়ী বিল নিয়ে কমিটির সুপারিশও সর্বসম্মতভাবে গৃহীত হয়। সন্দেহ নেই, মোদি ও মমতা দুই সরকারের কাছে এটা নির্ভেজাল ইউটার্ন হলেও বৃহত্তর স্বার্থ ও দ্বিপক্ষীয় সম্পর্কের খাতিরে এ এক যুগান্তকারী ঘটনা। এই উপমহাদেশে ভারতের বিশ্বস্ত মিত্র ও সুহৃদ হিসেবে বাংলাদেশ গত ক বছর ধরেই স্বীকৃতি পেয়ে আসছে। এই চুক্তি সম্পর্কের বাঁধুনি ও আস্থা-ভরসাকে আরও জোরালো করবে। মোদি-মমতার এই ১৮০ ডিগ্রি ঘুরে যাওয়াকে কংগ্রেস সমালোচনা করছে ঠিকই, কিন্তু অন্য দিক দিয়ে দেখলে এটা কংগ্রেসেরই জয়। সীমান্ত চুক্তি তারাই রূপায়িত করতে চেয়েছিল। পারেনি, সেটা যেমন তাদের দুর্ভাগ্য, তেমনই এই ইউটার্ন তাদের কাছে অবশ্যই শ্লাঘার বিষয়।
মোদি সরকার এখন বাধাহীন স্রোতের মতো এগিয়ে চলেছে। একার ক্ষমতায় সরকার গড়া তাদের আস্থা ও মনোবলকে বাড়িয়ে দিয়েছে বহুগুণ। বিশেষ করে প্রধানমন্ত্রীর। মোদির সামনে এই মুহূর্তে কোনো চ্যালেঞ্জই চ্যালেঞ্জ নয়। তাঁর চ্যালেঞ্জ তিনি নিজে। নিজের প্রতিশ্র“তি পূরণই তাঁর বড় কাজ। আর তা করতে গিয়ে তিনি নিজে যেটা ন্যায় ও ন্যায্য মনে করছেন, সেটাই সাকার করতে তিনি উঠেপড়ে নামছেন। মনে আছে, তখনো মোদিকে বিজেপি আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী পদপ্রার্থী করে তোলেনি। দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার তারিক করিম গুজরাটে গিয়ে মোদির সঙ্গে দেখা করেছিলেন। তখনই শুনেছিলাম, সীমান্ত চুক্তির প্রয়োজনীয়তা তিনি স্বীকার করেছিলেন। চুক্তি নিয়ে মোদির মনে কোনো প্রশ্ন ছিল না। কদিন আগে আসামের বিজেপি রাজ্য সভাপতি সিদ্ধার্থ ভট্টাচার্য দিল্লি এসেছিলেন। দিল্লি থাকাকালীন তাঁর সঙ্গে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের এই নিয়ে কোনো কথাই হলো না। চুক্তি নিয়ে তাঁরা কী করবেন না জেনেই প্রদেশ বিজেপি সভাপতি রাজ্যে ফিরে যান। যাওয়ার আগে আমাকে বলেছিলেন, দিল্লি যা বলবে, তা-ই মানতে হবে। তিন দিনের মধ্যেই আসাম গিয়ে প্রকাশ্য জনসভায় মোদি সীমান্ত চুক্তি রূপায়ণের কথা ঘোষণা করলেন। কোনো মহল থেকেই একটা টুঁ শব্দও শোনা গেল না। দল, সরকার ও দেশে মোদির কর্তৃত্ব ও অবস্থান কেমন, এটা তারই প্রমাণ।
পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অধিষ্ঠানও মোদির মতো। সরকার বা সংগঠনে তাঁর নেতৃত্ব নিয়ে ছিটেফোঁটা কোনো চ্যালেঞ্জও নেই। কিন্তু যে দুই চ্যালেঞ্জের মোকাবিলায় তিনি বিদ্ধ, তার দায়ও তিনি ঝেড়ে ফেলতে পারেন না। সেই জোড়া চ্যালেঞ্জের একটা সারদা, অন্যটা খাগড়াগড়। এত দিন অন্য সবার চেয়ে আলাদা ছিল যে ভাবমূর্তি, আজ তা বিপন্ন। এটা যদি একটা বিপদ হয়, অন্য বিপদ তাহলে রাজ্যে বিজেপির উত্থান। মমতার অবস্থাটা শাঁখের করাতের মতো। ত্রিপুরার সিপিএম মুখ্যমন্ত্রী মানিক সরকারের মতো তিনি মোদিকে আবাহন করতে পারছেন না। তাতে তাঁর জনসমর্থনে ভাটার টান আসতে পারে। আবার মোদির বিরুদ্ধাচরণ করলে সিবি আই, এনআইএর ফাঁস চেপে বসা ও উন্নয়নে টান পড়ার আশঙ্কা। কোন দিকে হাঁটবেন তিনি? এ এক কঠিন অবস্থা।
এত দিন বিরোধিতার নামে বিরোধী ভূমিকায় থাকা মমতার আচমকাই সীমান্ত চুক্তিতে সায় দেওয়াকে এই রাজনৈতিক আলোতেই দেখতে হবে। বাংলাদেশের মানুষের কাছে মমতা তো এই সেদিনও ছিলেন নয়নের মণি। সেখান থেকে চোখের বালি হয়ে উঠেছিলেন হঠাৎই। পুরোনো অবস্থানে ফেরার চেষ্টা তিনি আবার শুরু করেছেন। সীমান্ত চুক্তিতে সায় দেওয়ার সঙ্গে সঙ্গেই কলকাতা বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে একটি চেয়ার সৃষ্টি করেছেন। তার আনুষ্ঠানিক উদ্বোধনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণও জানাবেন ঠিক করেছেন। দেরিতে হলেও বিপন্নতা কাটানোর এ এক মরিয়া প্রচেষ্টা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি