শনিবার,১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


আর কত ঘুমাবেন সমাজকল্যাণমন্ত্রী?


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.১২.২০১৪

ttt1

পূর্বাশা ডেস্কঃ
এবার কুমিল্লার একটি অনুষ্ঠানে এসেও মঞ্চে ঘুমিয়ে পড়েন সমাজ কল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী। শনিবার দুপুরে কুমিল্লা মহানগরীর মুন্সেফ কোয়ার্টারের অবস্থিত প্রস্তাবিত খায়রুন নেছা মেডিকেল কলেজ ও হাসপাতাল এর চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে হাসপাতাল আঙিনায় আয়োজিত অনুষ্ঠানে এসে ঘুমিয়ে পড়েন তিনি। অনুষ্ঠানের ফাঁকে উঠে গিয়ে মঞ্চের পেছেন মন্ত্রী ধূমপান করেন। এসময় কেউ যেনো ছবি তুলতে না পারে সে জন্য তার পাশে নিজস্ব লোকজন মানব প্রাচীর গড়ে তোলে।

এরআগে ধানমন্ডি ৩২ নম্বরে রাস্তার পাশে বঙ্গবন্ধু সৈনিক লীগের শোক দিবসের আলোচনা সভায় ঘুমিয়ে পড়েন সমাজকল্যাণমন্ত্রী।

ওই অনুষ্ঠানে মন্ত্রীকে বিপুল করতালি আর হর্ষধ্বনিতে অভিবাদন জানান দর্শক-শ্রোতারা। অভিবাদনপর্ব শেষে চেয়ারে বসেন মন্ত্রী। কিছুক্ষণের মধ্যে হাই তুললেন, তারপর গেলেন ঘুমিয়ে। খানিক বাদে শুরু করলেন নাক ডাকা। একদিকে বক্তব্য দিচ্ছেন বক্তারা অন্যদিকে অঘোরে ঘুমোচ্ছেন মন্ত্রী।

অনুষ্ঠানে অনেক বক্তা সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীকে বিভিন্ন বিশেষণে বিশেষায়িত করেন। কিন্তু তার নিদ্রা ভাঙছিল না। বিশেষ করে যখন যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অপু উকিল দীর্ঘক্ষণ তার প্রশংসা করে বক্তব্য দিলেও মন্ত্রী একবারও তার দিকে মুখ তুলে তাকাননি। এক পর্যায়ে অনুষ্ঠানস্থলে হাস্যরসের সৃষ্টি হয়।

‘সুখ-নিদ্রায়’ বাদ সাধলেন অনুষ্ঠানের সৈনিক লীগের এক কর্মী। ৫টা ২০ মিনিটে তিনি কয়েকবার ‘স্যার.. স্যার..’ বলে তার ঘুম ভাঙান। মন্ত্রী চেয়ে দেখেন এক হাতে চা, অন্য হাতে পানি নিয়ে দাঁড়িয়ে আছেন ওই কর্মী। তখন তিনি কয়েক ঢোক পানি খেলেন। এরপর খুব দ্রুত চা পান করলেন এবং যথারীতি আবারও ঘুমিয়ে পড়লেন।

এদিকে আয়োজক সংগঠনের সভাপতি বজলুর রহমান তার পাশ থেকে এতই উচ্চস্বরে বক্তব্য দিতে শুরু করলেন যে, সেই শব্দে মন্ত্রী চোখ তুলে তার দিকে তাকান। এরপর আবারও ঘুমিয়ে পড়েন।

মাইকে সৈয়দ মহসিন আলীকে বক্তব্যের জন্য ডাকতেই দ্রুত সহকারী একান্ত সচিব সাইফুল ইসলাম মন্ত্রীকে ঘুম থেকে ডেকে তুলেন। এরপর মন্ত্রী ডায়াসে এসে বক্তব্য দেন।

এর আগে গত ২৩ জুলাই রাজধানীর সমাজসেবা অধিদপ্তর মিলনায়তনেও একটি পরিচিতি সভা অনুষ্ঠানেও অধিকাংশ সময় ঘুমিয়ে কাটান সমাজকল্যাণমন্ত্রী। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মেয়ে সায়মা হোসেন ওয়াজেদ।

মন্ত্রীর এভাবেই অনুষ্ঠানে ঘুমানকে ভালো ভাবে দেখছেন না দেশের তরুণ সমাজ। এবিষয়ে জানতে ঢাকা কলেজের ছাত্র সাইফুল ইসলামকে প্রশ্ন করা হলে তিনি বলেন, দেশের সর্বোচ্চ পর্যায়ের একজন মন্ত্রী এভাবে প্রকাশ্যে অনুষ্ঠানে ঘুমানো আমাদের জন্য অমর্যাদাকর। তাই এবিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তিনি।

তপন ঘোষ নামে ঢাকা কলেজের আরেক শিক্ষার্থী সমাজকল্যাণমন্ত্রীর ঘুম কবে শেষ হবে প্রশ্ন রেখে বলেন, আর কত ঘুমাবেন সমাজকল্যাণমন্ত্রী?

বেসরকারি বিশ্ববিদ্যালয় ইস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী রিয়াজুল ইসলাম রিমন বলেন, তিনি যেভাবে প্রতিটি অনুষ্ঠানে ঘুমানো শুরু করেছেন তাতে তিনি কোনদিন পুরো জাতিকে ঘুম পাড়িয়ে দিবেন। এটিই তার আশঙ্কা বলে দাবি করেন তিনি।

এদিকে আরিফ নামে আরেকজন মন্ত্রীকে আর না ঘুমিয়ে এবার জেগে উঠে দেশের জন্য কাজ করার আহ্বান জানান।

সবমিলিয়ে সব অনুষ্ঠানে মন্ত্রীর এভাবে ঘুমানোকে ভালো ভাবে দেখছেন না তারা। তারা এবিষয়ে সরকারের সচেতনতা নিয়েও প্রশ্ন তুলেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি