মঙ্গলবার,২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


কুমিল্লায় তারেক রহমানের বিরুদ্ধে তিনটি মানহানির মামলায় সমন জারি


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.১২.২০১৪

Tarak Rahman
নেকবর হোসেন, কুমিল্লাঃ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান সর্ম্পকে কটুক্তি করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কুমিল্লার আদালতে তিনটি মানহানির মামলা দায়ের করা হয়েছে।
মামলার বাদিরা হলেন, কুমিল্লার দেবীদ্বার উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক হোসাইন আহমেদ, চান্দিনা ছাত্রলীগ পৌর শাখার সভাপতি মোঃ মোজাম্মেল হক ও তিতাস উপজেলা ছাত্রলীগ সভাপতি কামাল পারভেজ।
সোমবার দুপুরে কুমিল্লার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ও ৪ নং আমলী আদালতে মামলা ৩টি দায়ের করা হয়।
মামলা সূত্রে জানা যায়, গত ১৫ই ডিসেম্বর ইস্ট লন্ডনের মিলনায়তনে আলোচনা সভায় “বাংলাদেশের রাজনীতিতে শেখ মুজিব এখন আওয়ামীলীগের লাল সালু। এই সালুকে ঘিরে থাকা ভন্ডরাই নিজেদের স্বার্থে যাকে তাকে রাজাকার আখ্যা দিচ্ছে। মুক্তিযুদ্ধের দল হলে আওয়ামীলীগ হত্যার দায়ে শেখ মুজিবই বড় রাজাকার” এসব কিছু অভিযোগে উল্লেখ করে বাদী বলেন দেশের দৈনিক পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমেগুলোতে ছড়িয়ে পড়ায় বাংলাদেশের সর্বত্র স্বাধীনতার চেতনায় আঘাত হয়েছে বিধায় বাংলাদেশ আইনের দন্ডবিধি ৫০০ ধারায় মানহানির মামলা হয়েছে।
কুমিল্লার অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতের বিচারক আফরোজা জেসমিন কলি, নাছরিন জাহান ও মিথীলা ইসলাম মামলা ৩টি আমলে নিয়ে আগামী বছরের ৩০ জানুয়ারী স্বশরীরে আদালতে হাজির হওয়ার জন্য তারেক রহমানের নামে সমন জারি করেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি