সোমবার,২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ইতালিয়ান সুপার কাপ চ্যাম্পিয়ন নাপোলি


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.১২.২০১৪

Napoli_bg_banglanews24_605283393
স্পোর্টস ডেস্ক
জুভেন্টাসকে হারিয়ে ইতালিয়ান সুপার কাপ জিতলো নাপোলি। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচটি ২-২ গোলে ড্র হলে প্যানাল্টি শুটআউটে খেলার নিষ্পত্তি হয়। এ নিয়ে দ্বিতীয়বারের মতো এই শিরোপা জিতলো নাপোলি।

কাতারের আল-সাদ স্টেডিয়ামে সুপার কাপের খেলা অনুষ্ঠিত হয়। পাঁচ মিনিটের মাথায় জুভিদের হয়ে গোলের সূচনা করেন আর্জেন্টাইন তারকা স্ট্রাইকার কার্লোস তেভেজ। নাপোলি ফুটবলার হেডে ব্যাকপাস দিলে দুই ডিফেন্ডারের মাঝ থেকে বল নিয়ে ডি-বক্সে ঢুকে পড়েন তেভেজ। ডান পায়ের শটে গোল আদায় করতে কোনো ভুল করেননি এই আর্জেন্টাইন।

এক গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রির শিষ্যরা। ৬৮ মিনিটের সময় নাপোলির হয়ে সমতাসূচক গোলটি করেন আর্জেন্টাইন তারকা স্ট্রাইকার গঞ্জালো হিগুয়েইন। জোনাথন দি গুজম্যানের অ্যাসিস্ট থেকে দারুণ এক হেডে গোল করেন হিগুয়েইন।

সমতায় থেকেই নির্ধারিত সময়ের খেলা শেষ হয়। ফলে অতিরিক্ত সময়ে খেলা গড়ায়। ১০৬ মিনিটের মাথায় জুভিদের হয়ে নিজের দ্বিতীয় গোল করেন তেভেজ। ডি-বক্সের মধ্যে পল পগবার অ্যাসিস্ট থেকে ডান পায়ের কোনাকুনি শটে গোলরক্ষককে পরাস্ত করেন তেভেজ। ফলে ২-১ এ এগিয়ে যায় ‍পিরলো-তেভেজরা।

কিন্তু, ১১৮ মিনিটের সময় অাবারো সমতায় ফেরে নাপোলি। ডি-বক্সের মধ্যে বল পেয়ে গোলরক্ষক জিয়ানলুইজি বুফনকে পরাস্ত করে নিজের দ্বিতীয় গোল আদায় করে নেন হিগুয়েইন। এরপর দু’দলই লিড নেওয়ার চেষ্টা করে। কিন্তু ২-২ সমতাতেই অতিরিক্ত সময় শেষ হয়। ফলে খেলা গড়ায় পেনাল্টি শুটআউটে।

পেনাল্টি শুটআউটে দু’দলই প্রথম শটটি মিস করে। এক পর্যায়ে ৫-৫ এ স্কোরলাইন দাঁড়ায় । এর পরের শটটি মিস করে বসেন জুভেন্টাস মিডফিল্ডার সিমোনি পাদইন। পরেরটি নিতে আসেন নাপোলি ডিফেন্ডার কালিদু কোলিবালি। তবে তিনি ঠিকই গোল অাদায় করে নেন। এর পরেই জয়োৎসবে মাতেন রাফায়েল বেনিতেজের শিষ্যরা।

এর মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো ইতালিয়ান সুপার কাপ শিরোপা ঘরে তুললো নাপোলি। যুগ্মভাবে সর্বোচ্চ ছয়বার এ শিরোপা জিতেছে জুভেন্টাস ও এসি মিলান।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি