সোমবার,২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


গুতিয়ারেজের ক্যান্সার জয় করে মাঠে ফেরার গল্প


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.১২.২০১৪

gutiarez-e1419316316967

স্পোর্টস ডেস্ক

তিরিশ পেরিয়ে একত্রিশে পা রেখেছেন। কিন্তু মাঠে নামার জন্য মনের জগতে জমা করে রেখেছেন অফুরন্ত প্রাণশক্তি। তা না হলে কি এমন বয়সেও ক্যান্সারকে হারিয়ে মাঠে ফেরার কথা ভাবতে পারেন কেউ। অন্য কেউ হলে হয়তো খেলায় ফেরার স্বপ্ন ছেড়েই দিতেন।  কিন্তু আর্জেন্টাই মিডফিল্ডার জোনাস গুতিয়ারেজ ভিন্ন এক নাম। চৌদ্দ মাস ‍যুদ্ধ করেছেন ক্যান্সারের সঙ্গে। তারপর আবারও মাঠে নেমে দলকে জয়ের বন্দরে ভিড়িয়েছেন। মাঠ ছেড়েছেন বিজয়ীর বেশে।

১৪ মাস আগে জনন কলায় ক্যান্সার ধরা পড়ে তার। তবে ক্যান্সার জয় করে আবারও সবুজ মাঠে ফুটবল যুদ্ধে অবতীর্ণ হয়েছেন তিনি। নিউ ক্যাসলকে নেতৃত্ব দিয়েছেন ওয়েস্টহ্যামের বিপক্ষে। তার নেতৃত্বে জয়ও পেয়েছে দল। ওয়েস্ট হ্যামের বিপক্ষে তার দল জিতেছে ৪-১ ব্যবধানে।

এ নিয়ে আর্জেন্টাইন মিডফিল্ডার ক্যান্সারের বিরুদ্ধে দুইবার যুদ্ধে জয়ী হলেন। তিনি জানালেন, ‘আমি ভাল আছি। অনুশীলন উপভোগ করছি। প্রতিটা দিন উপভোগ করছি।’

অতীতের কষ্টের দিনগুলো পেছনে ফেলে এসে তিনি শুধু ভবিষ্যত নিয়েই ভাবতে চান। তাই লক্ষ্যের কথা এভাবেই জানালেন এই আর্জেন্টাইন, ‘এখন শুধু ভবিষ্যতের দিকেই তাকাচ্ছি আমি। এখন সবচেয়ে বড় লক্ষ্য হচ্ছে পুরোপুরি ফিট হয়ে ফিরে আসা ও খেলার সুযোগের জন্য নিজেকে পুরোপুরি তৈরি করা।’

সতীর্থরা তাকে সাহস যোগাচ্ছেন। মাঠে নেমে ৮৭ মিনিট খেলেছেন তিনি। আর গিবসন, রবার্টস, ক্যামবেল ও গেইলের গোলে জয় ও পেয়েছে তার দল।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি