সোমবার,২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


মার্কিন কূটনীতির কারেন্ট জালে আবদ্ধ স্বদেশ!


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.১২.২০১৪

851

গোলাম মাওলা রনি:

তার সাথে আমার সর্বশেষ দেখা হলো এই সেই দিন- ১৩ ডিসেম্বর ২০১৪। এনআরবি নামের একটি প্রতিষ্ঠান একটি গোলটেবিলের আয়োজন করেছিল। শিরোনাম ছিল- সামাজিক-অর্থনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক। বাংলাদেশের রাজনীতি এবং কূটনৈতিক অঙ্গনের স্বনামধন্য অনেকেই সেই দিন উপস্থিত ছিলেন। প্রারম্ভিক বক্তব্যে রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা আরো অনেক কথাবার্তার সাথে বললেন- আমেরিকা-বাংলাদেশ সম্পর্ক ইতিহাসের সবচেয়ে ভালো সময় পার করছে। অন্য বক্তারাও তার কথার সুর ধরে দাবি জানালেন বা প্রস্তাবনা পেশ করলেন- এ সম্পর্ক আরো জোরদার করা উচিত। সবাই যখন একই সুরে কথা বলছিলেন তখন গোল বাধলো আমার বক্তব্য নিয়ে। আমি বললাম- বাংলাদেশ-আমেরিকা সম্পর্ক এখন সর্বনিকৃষ্ট অবস্থায় রয়েছে। পরবর্তী বক্তারা আমাকে সমর্থন করলেন বটে, কিন্তু রাষ্ট্রদূত মনে হয় বেজায় কষ্ট পেলেন।

আমার আজকের লেখার প্রতিপাদ্য কিন্তু সেই দিনের গোলটেবিল বৈঠক নয়। আজ বরং মার্কিন যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদি কূটনীতি এবং বাংলাদেশকে নিয়ে তাদের সম্ভাব্য ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আলোকপাত করব। প্রথমেই বলে নেই ড্যান ডব্লিউ মজিনা সম্পর্কে। ভদ্রলোক বাংলাদেশে তার সরকারের লক্ষ্যে দায়িত্ব পালন করে গেলেন প্রায় তিন বছর। এই সুদীর্ঘ সময়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের সর্বোচ্চ নেতা থেকে শুরু করে মধ্যমসারির নেতারা পর্যন্ত তাকে নিয়ে নানান কটূক্তি করেছেন। এগুলো ছিল আবহমান বাংলার চিরায়ত অধ্বংসাত্মক খুনসুটির মতো তির্যক বাক্যবাণ যেমনটি একজন দরিদ্র ভগ্নিপতি করে থাকেন তার ধনবান শ্যালকের সাথে ঝগড়ার সময়ে অথবা একজন সতীন যেরূপ করে থাকেন তার চিরপ্রতিদ্বন্দ্বী স্বামী-সোহাগী সুন্দরী এবং অপেক্ষাকৃত তরুণী অন্য সতীনের সাথে।

আমাদের সমাজ এসব ব্যঙ্গ-বিদ্রƒপ, কটাক্ষ কিংবা কথার বাণ নিয়ে তেমন মাথা ঘামায় না। এসবের জন্য মামলা-মোকদ্দমা কিংবা ছাড়াছাড়ি হয় না। বড়জোর মান-অভিমান হয়। আমরা সাধারণত গলাধাক্কা না দিলে কিংবা না খেলে অপমান শব্দটি গায়ে মাখি না। অন্য দিকে কিল-গুঁতো কিংবা ছাঁচাট্যাচা না খেলে বিুব্ধ বা বিদ্রোহী হই না। আমাদের এসব কীর্তিকলাপ বা আচরণ সাধারণত সমপর্যায়ের ক্ষেত্রে হলে এক ধরনের ফলাফল, অন্য দিকে আমরা যদি আমাদের চেয়ে উঁচু তলার কারো সাথে পান থেকে চুন খসাই তা হলে সমাজ সংসারে লঙ্কাকা- ঘটে যায়। এখন প্রশ্ন হলো রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনাকে গোলাম মাওলা রনির পর্যায়ের নাকি সৈয়দ আশরাফুল ইসলামের পর্যায়ের? অন্য দিকে বাংলাদেশ নামক দেশটি কি মার্কিন যুক্তরাষ্ট্রের সমপর্যায়ের নাকি বিত্তবৈভব এবং ক্ষমতায় আরো উঁচু স্তরে অবস্থান করছে।

আমরা বরং ওপরের প্রশ্নের জবাব না দিয়ে অন্য দু’টি প্রসঙ্গ নিয়ে আলোচনা করি। এক. রাষ্ট্রদূত মজিনা কি গত তিন বছরের যাবতীয় অপমান, লাঞ্ছনা, গঞ্জনা একটুও গায়ে মাখাননি কিংবা একটুও কষ্ট পেয়ে অপমানিত বোধ করেননি? দুই. তার দেশ মার্কিন যুক্তরাষ্ট্র তার দেশের একজন রাষ্ট্রদূতের অপমান কিভাবে নিয়েছে এবং এ নিয়ে তারা কি কিছু করতে পারবে এবং পারলে কী করতে পারবে? এসব বিষয় আলোচনা করতে গেলে বিষয়টি ভারী রসকষহীন হয়ে পড়তে পারে এবং সে ক্ষেত্রে সম্মানিত পাঠকেরা হয়তো নিরুৎসাহিত হয়ে আমার প্রতি বিরূপ ধারণা পোষণ করতে পারেন। এ জন্য আমি বিষয়টি ভিন্ন আঙ্গিকে পরিবেশনের চেষ্টা করব ইনশাল্লাহ।

প্রথমে বলে নেই রাষ্ট্রদূতের আবেগ, অনুভূতি ও মান-অপমান বোধের কথা। ড্যান মজিনা বিরোধীদের প্রতিটি বক্তব্য যথাসম্ভব সুললিতভাবে অনুবাদ করে তাকে শোনানো হয়েছে এবং লিখিতভাবে তাকে বোঝানো হয়েছে। তিনি সেসব মন্তব্যের ওপর নিজের মন্তব্য লিখে যথাযথ পাদটিকাসহ তার নিয়োগকর্তার প্রতিটি দফতরে পাঠিয়েছেন। ফলে ঢাকাস্থ মার্কিন দূতাবাস, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর, সিআইএ, মার্কিন কংগ্রেস, সিনেট এবং স্বয়ং প্রেসিডেন্ট বাংলাদেশে ঘটমান প্রতিটি বিষয় সম্পর্কে ওয়াকিবহাল। এসব আমি হলফ করে বলতে পারলাম নিজের কিছু ব্যক্তিগত অভিজ্ঞতার কারণে। বাংলাদেশে কর্মরত বা বসবাসরত মার্কিন লবির লোকজনের সাথে আমার ঘনিষ্ঠতা বহুদিনের। তাদের অনেক অনুষ্ঠানে হাজির থাকার সুবাদে অনেক কিছুই জানতে পারি। তারাও আমাকে হয়তো তাদেরই একজন মনে করে বিধায় নির্দ্বিধায় অনেক কথাই বলেন। এমনই এক অনুষ্ঠানে মার্কিন দূতাবাসের ডেপুটি অ্যাম্বাসেডর জন হঠাৎ করেই আমার হাত চেপে ধরলেন। তারপর একটু আড়ালে নিয়ে গেলেন। আমার স্ত্রী অবাক হয়ে তার দিকে তাকাতেই তিনি ইঙ্গিতে তাকেও আমাদের সাথে যোগ দেয়ার জন্য বললেন। আমি অবাক হয়ে বললাম- কী খবর জন! কোনো সমস্যা?

জন বহুদিন ধরে ঢাকায় কর্মরত ছিলেন। সম্ভবত গত মাসে প্রমোশন পেয়ে পাকিস্তানের পেশোয়ারে মার্কিন দূতাবাসে যোগ দিয়েছেন। তার স্ত্রী ও সন্তানেরা এখনো বাংলাদেশে। রাষ্ট্রদূত মজিনার চেয়ে বাংলাদেশের রাজনীতিবিদ, ব্যবসায়ী, উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক আমলারা জনকেই বেশি আপন মনে করে এবং তাদের সুখ-দুঃখের কথা আদান-প্রদান করেন। জনও আন্তরিকতার সাথে এ দেশে তাদের লবির সবার সাথে নিয়মিত যোগাযোগ রাখতেন। কেউ দাওয়াত দিলে সপরিবারে হাজির হতেন এবং নিজেও লোকজনকে দাওয়াত দিতেন পরিবার-পরিজনসহ। ফলে জনের সাথে অনেকের মতো আমারও ছিল পারিবারিক সম্পর্ক। সেই সম্পর্কের কারণেই তিনি আমার হাত চেপে ধরে একটু আড়ালে নিয়ে বললেন- জনাব রনি! আপনার বক্তব্যে রাষ্ট্রদূত মজিনা খুব কষ্ট পেয়েছেন। আমরা সবাই কষ্ট পেয়েছি। আপনার মতো শিক্ষিত, সজন ও আধুনিক একজন মানুষের কাছ থেকে আমরা এসব বক্তব্য আশা করিনি।

বেশ অবাক হয়ে প্রশ্ন করলাম- আমি আবার কী বললাম মিস্টার জন? তিনি বললেনÑ চ্যানেল আই তৃতীয়মাত্রায় জিল্লুর রহমানের অনুষ্ঠানে আপনি এ দেশে মার্কিন নীতি, রাষ্ট্রদূত মজিনার কর্মকা- এবং চলাফেরা নিয়ে যে মন্তব্য করেছেন তা সঠিক নয়। আমরা খুবই কষ্ট পেয়েছি। আমি এক মিনিট সময় নিলাম এবং টকশোর বক্তব্যগুলো স্মরণ করার চেষ্টা করলাম। তারপর হেসে বললাম- আমি তো সিরিয়াসলি কোনো কিছু মিন করার জন্য ওসব বলিনি- আমি তো একটু স্যাটায়ার করেছি মাত্র। জন খুশি হলেন না। বরং গম্ভীর মুখে বললেন- আচ্ছা মিস্টার রনি! এবার আমি আপনার সাথে, ভাবীর সাথে এবং জিল্লুরের সাথে একটু স্যাটায়ার করি? আমি সানন্দে বললাম- ওহ সিওর! প্লিজ। তিনি মুচকি হেসে আমাদেরকে কিছু একটা বললেন। আমার ও আমার স্ত্রী উভয়ের মুখ শুকিয়ে মুহূর্তের মধ্যে বিবর্ণ হয়ে গেল। তিনি অট্টহাসি দিয়ে বললেন- কেন সিরিয়াস হয়ে গেলেন মিস্টার রনি! আমি তো একটু দুষ্টমি করেছি মাত্র। আমরা হাসলাম বটে কিন্তু সেটি ছিল কষ্টের হাসি। জন আমাদের দুরবস্থা দেখে হাসতে হাসতে অন্যত্র চলে গেলেন। আমি সাথে সাথে টেলিফোনে বিষয়টি জিল্লুর রহমানকে জানালাম। আমি স্পষ্ট বুঝতে পারলাম- অন্য প্রান্তের সদা হাস্যময় মুখটি আমারই মতো হয়ে গেছে।

আমার মতো ুদ্রাতিুদ্র একজন ব্যক্তির বক্তব্য যদি ঢাকাস্থ মার্কিন দূতাবাস এত গুরুত্বের সাথে গায়ে মাখে তবে সৈয়দ আশরাফসহ সরকারের অন্য সব দায়িত্বশীল লোকের কথা তারা কিভাবে গ্রহণ করেছে তা সহজেই অনুমেয়। বিগত দিনে তারা সরকারের প্রতিটি আচরণের জন্য যথাযথ দলিল প্রস্তুত করেছে এবং সময় ও সুযোগের অপেক্ষা করছে প্রতিদান দেয়ার জন্য। এখন প্রশ্ন হলো- তারা এটি কেন করবে? উত্তর অতি সহজ। বড়লোকের রাগফাগ, ভাবসাব ও মান-ইজ্জত বোধ একটু বেশি থাকে। আমাদের গ্রাম বাংলায় আমরা কী দেখিÑ গরিব মানুষকে দুই চারটে চড়থাপ্পড় মারলেও তারা মনে কিছু করে না। আবার যে চড় মারল সে যদি ধনী ও প্রভাবশালী হয় তা হলে তো কথাই নেইÑ উল্টো দরিদ্র লোকটিকে গিয়ে মাপ চাইতে চাইতে বলতে হয়- আহা! আমাকে মারতে গিয়ে হুজুর না জানি কতটা কষ্ট পেয়েছেন! হুজুরের নরম হাতের থাপ্পড়ে আমি তো কোনো ব্যথাই পাইনি। হুজুর হয়তো আমার কাঠকোট্টা শরীরে থাপ্পড় মেরে হাতে ময়লা লাগিয়ে ফেলেছেন। তারপরও আমি খুশি এ কারণে যে, হুজুরের পবিত্র হাতের স্পর্শ পেয়েছি- হোক না সেটি থাপ্পড়ের লেশ।

এত গেল একটি চিত্র। ভিন্ন চিত্রও রয়েছে- গ্রামের মিয়ার ব্যাটা বা তালুকদারের পো ভাব দেখিয়ে হাঁটছেন। কোনো দরিদ্র পথচারী হয়তো বেখেয়ালের বশে বা অন্য কারণে সালাম দিতে ভুল করেছে। আর যায় কোথায়। পরদিন সকালে দেখা গেল গ্রামের পূর্বপ্রান্তে কালু শেখের ভিটায় কে বা কারা যেন গভীর রাতে আগুন লাগিয়ে দিয়ে গেছে। সব কিছু পুড়ে শেষ। সেই রাত থেকে কালু তার কঙ্কালসার বউ আর কয়েকটি হাড্ডিসার বাচ্চা-কাচ্চা নিয়ে হাউমাউ করে কাঁদছে, কিন্তু গ্রামের একজন মানুষও আসেনি তাকে সান্ত্বনা জানানোর জন্য। এখন যদি প্রশ্ন করা হয়- বড় লোকদের এমন টনটনে মেজাজ ও ধ্বংসাত্মক রাগ কেন থাকে? এ কথার উত্তর আমার জানা নেই, তবে আদিকাল থেকেই এমনটি হয়ে আসছে। ব্যক্তি, সমাজ, রাষ্ট্র যত বড় হয় ততই তার মর্যাদাবোধ প্রখর হয়। অহঙ্কার ও প্রতিশোধ স্পৃহা হয়ে তাদের সবচেয়ে বড় অলঙ্কার এবং সেই অলঙ্কার পরিধান করেননি তখন কোনো রাজা-বাদশাহ-সম্রাট ইতিহাসে খুঁজে পাওয়া যাবে না।

হাজ্জাজ বিন ইউসুফ নিজে ধর্মকর্মে তেমন একটি যতœবান ছিলেন না। তার মতো অত্যাচারী সুশাসকও জমিনে দ্বিতীয় খুঁজে পাওয়া ভার। বর্তমানের ইরাক, ইরান, কুয়েত, বাহরাইন, সৌদি আরব, ইয়েমেন, জর্ডান, ফিলিস্তিন, সিনাই অঞ্চল ও লেবাননের শাসক ছিলেন তিনি। কথিত আছে, রাজ্য পরিচালনা করতে গিয়ে তিনি প্রায় ১০ লাখ মুসলমানকে মেরে ফেলেছিলেন। সেই হাজ্জাজ যখন শুনলেন এক আরব মুসলমান কিশোরী শ্রীলঙ্কা থেকে জাহাজে ইরাকফেরত যাওয়ার সময় সিন্ধু উপকূলে ডাকাতদের দ্বারা লুণ্ঠিত ও লাঞ্ছিত হয়েছেন তখন তার পরাক্রান্ত রাজকীয় সত্তার রাজরক্ত টগবগ করে ফুটতে থাকল। তিনি সিন্ধুরাজ দাহিরকে হুকুম করলেন ক্ষতি পূরণের জন্য। রাজা অপারগতা প্রকাশ করলেন- এই কথা বলে যে, ডাকাতদের সাথে তার কোনো যোগাযোগ নেই- আর তার নৌবাহিনীও যথেষ্ট দুর্বল যারা কোনো অবস্থাতেই সমুদ্র উপকূলের ডাকাতি বন্ধ করতে পারছে না। এমন একটি নির্ভেজাল উত্তরেও হাজ্জাজ অপমানিত বোধ করলেন- তিনি সেনাপতি মুহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে সৈন্য পাঠিয়ে সেই ৭১৫ মতান্তরে ৭১২ খ্রিষ্টাব্দে সিন্ধু অঞ্চল দখল করে নিলেন।

পাঠক হয়তো প্রশ্ন করতে পারেন- আধুনিক বিশ্বে এটি সম্ভব কি না? এবং মার্কিন যুক্তরাষ্ট্র এগুলো করে কি না? আমি বলব- এই মুহূর্তে পৃথিবীতে যতগুলো যুদ্ধ হচ্ছে, যত গোত্রীয় বিরোধ চলছে, যত সীমান্ত ও সমুদ্রবিরোধ চলছে; কিন্তু অর্থনৈতিক ও কূটনৈতিক যুদ্ধ চলছে তা ইতিহাসের কোনো কালেই ঘটেনি। কিন্তু গত শতাব্দীর দুই দু’টি বিশ্বযুদ্ধের মতো নির্মম ঘটনা আদি যুগ বা মধ্যযুগেও ঘটেনি। আপনারা যদি একটু কষ্ট করেন তবে সহজেই জানতে পারবেন- ওসব যুদ্ধ কেন হয়েছিল ও কারা করেছিল। আমি শুধু সংক্ষেপে এ কথাই বলতে পারি- বৃহৎশক্তি কোনো কারণে অপমানিত বোধ করেছিল। এবার মার্কিন যুক্তরাষ্ট্রের কয়েকটি উদাহরণ দিয়ে মূল প্রসঙ্গে চলে যাবো। লকার বি দুর্ঘটনার কথা মার্কিনিরা ভোলেনি। বহু বছর পর হলেও গাদ্দাফির রক্তে এবং লিবিয়ার ধ্বংসস্তূপের ওপর সেই দুর্ঘটনার প্রতিশোধের কবর রচিত হয়েছে। রামসফেল্ডের সাথে সাদ্দাম হোসেনের অসৌজন্যমূলক আচরণ, তার পতন ডেকে এনেছিল যদিও ওই সময় তিনি ছিলেন মার্কিনিদের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু; কিন্তু তা সত্ত্বেও বন্ধু কর্তৃক নিজ দেশের একজন কূটনৈতিক ব্যক্তিত্বের অপমান তারা মেনে নেয়নি। জেনারেল নরিয়েগা, সালভাদর আলন্দে কিংবা চে-গুয়েভারার কাহিনী পৃথিবীর রাজনৈতিক সচেতন ব্যক্তিমাত্রই জানেন।

বর্তমান যুগে মার্কিনিরা সাধারণত চারভাবে যুদ্ধ করে। সরাসরি যুদ্ধ, কূটনৈতিকভাবে একঘরে করে রাখা, অর্থনৈতিক অবরোধ ও রাষ্ট্রের অভ্যন্তরে দ্বন্দ্ব-ফ্যাসাদ বাধিয়ে দিয়ে ক্ষমতার পটপরিবর্তন করে নিজেদের পছন্দমতো লোকদের ক্ষমতায় বসানো। এসব কাজ তারা করে মূলত চারটি কারণে। নিজের স্বার্থে, নিজেদের প্রভুত্ব জাহির করার জন্য, বন্ধুরাষ্ট্রের স্বার্থে এবং রাষ্ট্রগুলোর বেয়াদবি বা অবাধ্যতার কারণে। তারা এসব কাজ করতে গিয়ে কোনো দিন তাড়াহুড়ো করেনি। বড়শি দিয়ে যেভাবে মাছ ধরা হয় কিংবা লাটাই ঘুরিয়ে আকাশ থেকে যেভাবে ঘুড়ি নামিয়ে আনা হয় ঠিক সেইভাবে মার্কিন যুক্তরাষ্ট্র ধীরে, অতি ধীরে, রয়ে সয়ে তার শিকারের লক্ষ্যবস্তুর দিকে এগোতে থাকে।

এখন শিরোনাম প্রসঙ্গে আসি- মার্কিন যুক্তরাষ্ট্র তার কূটনীতির কারেন্ট জালে এ দেশকে অক্টোপাসের মতো আবদ্ধ করে ফেলেছে। আওয়ামী লীগের শত তাচ্ছিল্য, অপমান সত্ত্বেও রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা নীরবে তার কাজগুলো করে গেছেন। দেশের ৬৪টি জেলাসহ প্রায় ১০০ দুর্গম এলাকা তিনি ভ্রমণ করেছেন। মার্কিন গোয়েন্দা সদর দফতর ওই সব এলাকার নিখুঁত স্যাটেলাইট চিত্র ধারণ করতে পেরেছে খুব সহজেই। অন্য দিকে ওই সব এলাকার জনগণ, প্রশাসন ও সিভিল সোসাইটির সাথে মার্কিন প্রশাসনের একটি সেতুবন্ধনও তিনি তৈরি করে গেছেন। মার্কিনিরা আওয়ামী লীগের তাচ্ছিল্য একদমই পাত্তা দেয়নি দু’টি কারণেÑ প্রথমত, তারা মনে করেছে বেশির ভাগ আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মী তাদের শীর্ষ নেতৃত্বের মনোভাব, দৃষ্টিভঙ্গি কিংবা নির্দেশ অনুযায়ী চলে না। দ্বিতীয়ত, আওয়ামী লীগ বিরোধিতা করার কারণে বাকি ৭০ শতাংশ মানুষ তাদের হয়তো এমনিতেই সমর্থন করবে।

মার্কিনিরা তাদের কূটনৈতিক তৎপরতার জাল এবার রাজনৈতিক অঙ্গন ছেড়ে প্রশাসন যন্ত্র, এনজিও, বুদ্ধিজীবী মহল ও সাংবাদিক সমাজের ওপর ফেলেছে। তারা দেখেছে- বর্তমান ও আগামীর রাষ্ট্র পরিচালনায় রাজনীতিবিদরা ক্রমেই মূল্যহীন, ক্ষমতাহীন এবং নিঃস্ব-রিক্ত হয়ে প্রশাসন, এনজিও, বুদ্ধিজীবী ও সাংবাদিকদের তল্পিবাহক হতে হতে ধ্বংসের প্রান্তসীমায় পৌঁছে যাবে। আর এ জন্যই অত্যন্ত সুপরিকল্পিতভাবে মার্কিনিরা সংশ্লিষ্ট ক্ষেত্রে তাদের অংশীদারিত্ব বাড়িয়েছে। ১০-১৫ বছর আগে আমাদের দেশের হাটবাজারে মার্কিন বিরোধিতা ছিল একটি জনপ্রিয় উপাখ্যান। এখন আর সেই দৃশ্য দেখতে পাওয়া যায় না কিংবা নেই বললেই চলে। বুদ্ধিজীবী, সাংবাদিক, ছাত্রসমাজ ও রাজনৈতিক বিশ্লেষকেরা রুশপন্থী, চীনপন্থী, ভারতপন্থী ও মার্কিনপন্থী হয়ে দিনরাত আদর্শিক এবং স্বার্থের সক্সঘাতে জড়িয়ে পরস্পরের শ্রেষ্ঠত্ব জাহির করত। এখন আর ওই সব নেইÑ সবাই আপন ভাইয়ের মতো গলাগলি ধরে সমস্বরে মার্কিন সাম্রাজ্যবাদের পক্ষে জিকির তুলছে।

ধর্মীয় সেক্টরেও ড্যান ডব্লিউ মজিনার কূটনীতি সফল হয়েছে। তিনি খুব ভালো করেই বুঝতে পেরেছেনÑ জামায়াতে ইসলামী ও আহলে সুন্নাত ওয়াল জামাতের পার্থক্য কী? হুজি, জেএমবি, আলকায়েদা ও আইএসের পার্থক্য কতটুকু? হেফাজতে ইসলাম, পীরবাদ, মাজারতন্ত্র ও সুফিবাদ সম্পর্কে খুঁটিয়ে খুঁটিয়ে জেনেছেন। এর বাইরে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, শিয়া, কাদিয়ানী, ইসমাইলিয়া সম্প্রদায়, উপজাতিদের ধর্মগোষ্ঠী ও নাস্তিকদের সাথেও স্বতন্ত্রভাবে যোগাযোগ করেছেন। রাষ্ট্রদূত অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে এসব ধর্ম, বর্ণ ও সম্প্রদায়ের সাথে মার্কিন প্রশাসনের একটি সেতুবন্ধ তৈরি করে ফেলেছেন। ফলে কেউ আর মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইদানীং টুঁশব্দটি করছেন না। এই মুহূর্তে মার্কিন ভিসাব্যবস্থা সবচেয়ে সহজতর করা হয়েছে। পৃথিবীর কোনো দেশে যায়নি এমন নাগরিকও ঢাকাস্থ মার্কিন দূতাবাস থেকে সপরিবারে পাঁচ বছরের মাল্টিপল ভিসা পেয়ে যাচ্ছে। গত পাঁচ বছরে অতীতের সব রেকর্ড ভঙ্গ করে সর্বাধিক ছাত্রছাত্রী মার্কিন মুলুকে পড়তে গেছে, সর্বাধিকসংখ্যক সামরিক, বেসামরিক ও বিচারিক কর্মকর্তারা আমেরিকা ভ্রমণে গেছেন- হয় নিজেদের পয়সায় নয়তো বাংলাদেশ সরকারের পয়সায় কিংবা মার্কিন স্টেট ডিপার্টমেন্টের খরচে। আমাদের সশস্ত্রবাহিনীকে তারা বিনামূল্যে দিয়েছে বহু যুদ্ধাস্ত্র ও সামরিক উপকরণ। জাতিসক্সেঘর শান্তিরক্ষী বাহিনীতে আমাদের অংশগ্রহণ অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি।

কাজেই আওয়ামী লীগের লোকজন যতই রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনাকে তাচ্ছিল্য আর গালাগালি করুন না কেন- ভদ্রলোক কিন্তু সময়মতো আসল কাজগুলো ঠিকই করে গেছেন। সব জায়গায় সংযোগ স্থাপন করে নাটাইটি তুলে দিয়েছেন তার নিয়োগকর্তার হাতে। এখন সময়ই বলে দেবে- তিনি কি সত্যিই কাজের মেয়ে মজিনা ছিলেন নাকি একজন কৌশলী কূটনীতিবিদ হিসেবে শত প্রতিকূলতার মধ্যেও নিজের কাক্সিত লক্ষ্য অর্জনের জন্য কূটনীতির কারেন্ট জালে সারা বাংলাদেশকে আবদ্ধ করে গেছেন।

লেখক : কলামিস্ট, সাবেক সংসদ সদস্য।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি