সোমবার,২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


জয়, পরাজয় আর ড্র নিয়ে শুরু যাদের


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.০১.২০১৫

sprots_bg_banglanews24_757019070
স্পোর্টস ডেস্কঃ
ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে বছরের প্রথম দিন জয় দিয়ে শুরু করেছে ম্যানচেস্টার সিটি। আর দিনের অপর ম্যাচে সাউদাম্পটনের বিপক্ষে আর্সেনাল হারলেও ড্র করেছে লিভারপুল। সান্দারল্যান্ডের বিপক্ষে জয় পেয়েছে ম্যানসিটি আর লিয়েস্টারসিটির বিপক্ষে ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে লিভারপুলকে।

ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে দ্বিতীয়ার্ধের গোলে জয়ের দেখা পেয়েছে ম্যানুয়েল পেল্লেগ্রিনির দল। ম্যাচের প্রথমার্ধে কোনো গোল না হলে বিরতিতে যাওয়ার আগে গোলশুন্য ছিল ম্যাচটি। বিরতির পরে প্রথম লিড নেয় ম্যানসিটি। দলের হয়ে প্রথম গোলটি করেন ইয়াইয়া তোরে। ম্যাচের ৫৭তম মিনিটে আসে গোলটি।

ম্যাচের ৬৬তম মিনিটে আবারো গোল করে লিড দ্বিগুন করে স্বাগতিকরা। এবারে গোল করেন জোভেটিক। তবে, অতিথিদের হয়ে দুই মিনিট পরেই ব্যবধান কমান রডওয়েল। খেলার ৭১ মিনিটের মাথায় সমতায় ফেরে সান্দারল্যান্ড। জনসনের গোলে সমতায় আসে দলটি। তবে, এর দুই মিনিটের মাথায় আবারো গোল করে ম্যানসিটি। দলের তৃতীয় ও জয়সূচক গোলটি করেন ফ্রাঙ্ক ল্যাম্পার্ড।

ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হলে ৩-২ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানসিটি।

এদিকে, দিনের অপর ম্যাচে অ্যানফিল্ডে ঘরের মাঠে স্বাগতিক হিসেবে খেলতে নামা লিভারপুল জয় বঞ্চিত হয়েছে। প্রায় ৪৫ হাজার উপস্থিত দর্শককে মাতিয়ে স্টিভেন জেরার্ডের জোড়া গোল লিভারপুলকে জেতাতে পারেননি। ম্যাচের ১৭ ও ৪০ মিনিটে দুটি গোল করেন জেরার্ড।

লিয়েস্টারসিটির হয়ে ম্যাচের ৫৮তম মিনিটে ব্যবধান কমানো গোলটি করেন নাগেন্ট। আর ৬০ মিনিটের মাথায় সমতাসূচক গোলটি করেন স্কুল্প। ফলে, ম্যাচ শেষে পয়েন্ট ভাগাভাগি করতে হয় দু’দলকে।

দিনের আরেক ম্যাচে সাউদাম্পটনের ঘরের মাঠে খেলতে গিয়ে হেরে বসেছে আর্সেন ওয়েঙ্গারের আর্সেনাল। সাদিও মানের ৩৪ মিনিটের গোল আর দ্বিতীয়ার্ধের ৫৬ মিনিটে দুসান তাদিকের দুটি গোলেই আর্সেনাল ম্যাচ থেকে ছিটকে পড়ে।

আজকের ম্যাচে জয়ের ফলে ২০ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা চেলসির পরের জায়গাটি ধরে রেখেছে ম্যানচেস্টার সিটি। সমান ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে আর্সেনাল আর ২৯ পয়েন্ট নিয়ে আট নম্বরে লিভারপুল।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি