সোমবার,২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » কাস্ত্রো বেঁচে আছেন, প্রমাণ নিয়ে হাজির ম্যারাডোনা


কাস্ত্রো বেঁচে আছেন, প্রমাণ নিয়ে হাজির ম্যারাডোনা


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.০১.২০১৫

Diego_Maradona_bg_116934277
স্পোর্টস ডেস্ক
কিউবার সাবেক প্রেসিডেন্ট ফিদেল কাস্ত্রো বেঁচে আছেন। আর এমনটি দাবী করে প্রমাণস্বরুপ কাস্ত্রোর স্বাক্ষর করা একটি চিঠি নিয়ে ভেনেজুয়েলার একটি স্থানীয় টেলিভিশন চ্যানেলের সামনে হাজির হন আর্জেন্টাইন ফুটবল লিজেন্ড দিয়েগো ম্যারাডোনা।

২০০৬ সালে গুরুতর অসুস্থ হয়ে কিউবার প্রেসিডেন্টের দায়িত্ব থেকে সরে দাঁড়ান কাস্ত্রো। এরপর কিউবার দায়িত্ব নেন তার ছোট ভাই রাউল কাস্ত্রো। এর পর থেকে জনসম্মুখে তাকে আর দেখা যায়নি। কিউবার দায়িত্ব ছাড়তে বাধ্য হওয়া কাস্ত্রোকে নিয়ে গুজব রটেছিল তিনি মারা গেছেন। গত তিনমাস আগে কাস্ত্রোর লেখা সর্বশেষ চিঠি প্রকাশিত হয়েছিল।

এবারে তিনি আবারো চিঠি লিখলেন। আর তা লিখেছেন ম্যারাডোনাকে উদ্দেশ্য করে। ৮৮ বছর বয়সী কাস্ত্রোর লেখা চার পৃষ্ঠার সেই চিঠিতে ছিল, বিশ্বব্যাপী তেল খরচ প্রসঙ্গে। এছাড়া মার্কিন আর কিউবার গোয়েন্দা সংস্থার বিষয়ে, ল্যাটিন আমেরিকানদের বামপন্থী দলগুলো সম্পর্কে লিখেছেন কাস্ত্রো।

আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি ম্যারাডোনা জানালেন, আমি খুব খুশি যে কাস্ত্রো ভালো আছেন। তার মৃত্যুর খবরটি সম্পূর্ণই গুজব। তিনি আমাকে একটি চিঠি পাঠিয়েছেন। সেখানে তার স্বাক্ষর রয়েছে। সকলকে জানিয়ে দিন কাস্ত্রো এখনো বেঁচে আছেন



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি