মঙ্গলবার,২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


একটি লাশের পেছনে লাখো মানুষের মিছিল


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.০১.২০১৫

halim-12_211393
স্টাফ রিপোর্টারঃশহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছোট ছেলে আরাফাত রহমান কোকোর জানাজায় তিল পরিমান ঠাঁই ছিলনা। একটি লাশের পেছনে লাখো মানুষের মিছিল । বায়তুল মোকাররম থেকে শুরু করে শাপলা চত্বর হয়ে জানাজায় মানুষ ছাড়িয়ে গিয়েছিল টিকাটুলি ও আরামবাগ পর্যন্ত। এদিকে দৈনিকবাংলা থেকে ফকিরাপুল,টিকাটুলি গুলিস্তান, রাজউক এভিনিউ প্রেসক্লাব পর্যন্ত ছিল কানায় কানায় পূর্ণ। দোকানপাটের মধ্যেও জানাজায় দাঁড়িয়েছে মানুষ। যারা যেভাবে পেরেছেন তেমনভাবেই অংশ নেয়ার চেষ্টা করেছেন জানাজায়। এসব মানুষের অনেকে সকালেই চলে এসেছেন কোকোর জানাজায় অংশ নিতে। বায়তুল মোকাররমে ঠায় দাড়িয়ে থাকেন বিকেল সোয়া ৫টা পর্যন্ত। সবাই প্রতীক্ষায় ছিলেন সেই লাশ কখন আসবে। লাশ নিয়ে আসার পরে বিভিন্ন স্থানে ক্ষোভের ¯ে¬াগান ছিল দফায় দফায়। অনেকে ১০/১২ কিলোমিটার পথ পায়ে হেঁটে এসেছেন । অবরোধে সারা দেশে গাড়ি চলাচল বন্ধ থাকায় অনেকেই যে যার মতো চেষ্টা করেছেন ঢাকায় এসে জানাজায় অংশ নিতে। ঢাকার পথে আসতে তল¬াশিতে বেশ কয়েকজন আটক হয়েছে বলেও জানা গেছে। অন্যদিকে আলাদা মাইকের ব্যবস্থা না করায় জোহর ও আসরের নামাজ বায়তুল মোকাররম মসজিদের সাথে পড়তে পারেননি অনেকে। যে যার মতো রাস্তায় , ফুটপাতে নামাজ আদায় করতে দেখা গেছে। এদিকে বায়তুল মোকারমে সকালেই ক্লোজ সার্কিট ক্যামেরা বসায় আইনশৃঙ্খলারক্ষা বাহিনী।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি