মঙ্গলবার,২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


সৌদি আরবে মোসাদ্দেক আলীর মুক্তির দাবিতে প্রতিবাদ সভা


পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.০২.২০১৫

10967843_598258690311320_475015954_n

মোবারক হোসেন, সৌদি আরব থেকেঃ
এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এবং অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো)-এর সভাপতি আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলীর রিমান্ড বাতিল ও নিঃশর্ত মুক্তির দাবিতে,এন,টিভি দর্শক ফোরাম জেদ্দার, সৌদি আরব এর উদ্দেগে, জেদ্দায় এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।সভার সভাপতিত্ব করেন,এন,টিভি দর্শক ফোরাম এর সভাপতি আল হাজ্জ আব্দুর রহমান।মোশারফ হোসেন এর সঞ্চলনায়,বিশেষ অতিথি ছিলেন,সাইদুর রহমান সাইদ,মোঃ শাহআলম,মোঃ শাহাজান,আলমগির হোসেন,সফি আহমেদ ও আনোয়ার জাহিদ সহ এন,টিভি দর্শক ফোরাম এর সকল সদস্য বৃন্দ।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা প্রত্যাহার এবং নি:শর্ত মুক্তির জোর দাবি জানান। মিথ্যা মামলার তীব্র নিন্দা, প্রতিবাদ ও ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান।

মোসাদ্দেক আলীর মতো গণমাধ্যমের একজন কর্ণধারকে অগ্নিসংযোগ ও গাড়ি পোড়ানোর মামলায় জড়িয়েছে।প্রকৃত দোষীদের আড়াল করার চেষ্টা চলছে। অবিলম্বে এ মামলা থেকে মোসাদ্দেক আলীর নাম প্রত্যাহার করে তাকে মুক্তি দেয়ার দাবি জানান নেতারা।

তারা আরও বলেন, “এনটিভি দেশের একটি জনপ্রিয় টিভি চ্যানেল। এই চ্যানেলে বিপুলসংখ্যক সংবাদ কর্মী কাজ করেন। তাদের কথা বিবেচনা করে এবং চ্যানেলটি যাতে সুষ্ঠু, স্বাধীন ও নির্বিঘ্নে তার দায়িত্ব পালন করে যেতে পারে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তার ব্যবস্থা করবে বলে আমরা আশা করছি।এবং বন্ধ মিডিয়া খুলে দেয়ার দাবি জানান প্রবাসী বাংলাদেশীরা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি