শনিবার,১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


শেখ হাসিনার পদত্যাগের দাবিতে হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.০২.২০১৫

10447800_653505734775998_8472249845511000377_n

স্টাফ রিপোর্টারঃ

দেশে গুম-খুনসহ মানবাধিকার পরিস্থিতির অবনতির প্রতিবাদে ও শেখ হাসিনা সরকারের পদত্যাগের দাবিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ভবন হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে যুক্তরঅষ্ট্র বিএনপি।

সোমবার স্থানীয় সময় বেলা তিনটায় এ সমাবেশ শুরু হয় বলে স্থানীয় একটি সংবাদ সংস্থা বিএনিউজ জানায়।

যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ সম্রাটের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক শিক্ষামন্ত্রী ড. এম ওসমান ফারুক।

সমাবেশে বক্তব্য দেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহসভাপতি ও ওয়াশিংটন বিএনপির সভাপতি শরাফত হোসেন বাবু, গিয়াস আহমেদ, জসিম উদ্দিন ভূঁইয়া, কামাল পাশা বাবুল, মাওলানা আতিকুর রহমান আতিক, গোলাম ফারুক শাহীন, এম এ খালেক আকন্দ, সেলিম রেজা, রুহুল আমিন নাসির, মোস্তফা কামাল প্রমুখ।

1378575_653505894775982_6920424788834955352_n

বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতার লোভে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে এবং দেশকে একটি পুলিশি রাষ্ট্রে পরিণত করে সাধারণ মানুষের ওপর পাশবিক নির্যাতন চালাচ্ছে।

বক্তারা আরো অভিযোগ করেন, সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য দলীয় চেয়ারপার্সনকে অবরুদ্ধ করেছে। এখন আবার বেগম জিয়ার কার্যালয়ে খাবার সরবরাহে বাধা দিচ্ছে।

বক্তারা সরকারকে হুঁশিয়ার করে বলেন,  দেশের জনগণের শান্তি ফিরিয়ে অবিলম্বে দেশে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের কোনো বিকল্প নেই। তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত  হরতাল-অবরোধসহ আরো কঠোর আন্দোলন চালিয়ে যেতে দেশবাসীর প্রতি আহ্বান জানান।

সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হযরত আলী, শাহ আলম, হাফিজ খান সোহেল, ইমরান শাহ রন, এম এস আই শাহীন, শাহাদাত হোসেইন রাজু, বাহার উদ্দিন, হাজি নুরুল ইসলাম, নীরা রাব্বানী, আব্দুল বাতেন, আতাউর রহমান আঁতা, সাদী মিন্টু, ফাতেমা পাশা, রবি চৌধুরী, হাবিবুর রহমান, কামাল উদ্দিন, রুবেল গাজী, মনিরুল ইসলাম মনির, শামীম আহমেদ, মো. বায়েজীদ হোসেন, হাজি লিয়াকত আলী খান, তোফায়েল আহমেদ, আজাদ চৌধুরী প্রমুখ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি