শুক্রবার,১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


চান্দিনার মুনতাকিম আশরাফ টিটু এফবিসিসিআই পরিচালক নির্বাচিত


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.০৫.২০১৫

MP Son copy

শরীফ আহমেদ খান জুয়েলঃ
মহান জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ এমপি তনয় মুনতাকিম আশরাফ টিটু এফবিসিসিআই পরিচালক পদে নির্বাচিত হয়েছেন।
গত শনিবার এফবিসিসিআই নির্বাচনে উন্নয়ন পরিষদের প্যানেল লিডার মাতলুব আহমদ এর প্যানেল থেকে তিনি  ৯৬৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। মুনতাকিম আশরাফ টিটু আলী আশরাফ এমপি ও জাহানারা বেগমের একমাত্র ছেলে। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত ও দুই সন্তানের জনক।
শিক্ষাজীবনে তিনি যুক্তরাজ্যের গ্লাসগো বিশ্ববিদ্যালয় থেকে এসিসিএ (পার্ট-২), বিবিএ এবং ভারতের হিমালী বোর্ডিং স্কুল থেকে এ লেভেল, ও লেভেল ডিগ্রী অর্জন করেন।
ব্যবসায়িক জীবনে তিনি চান্দিনা ফার্মল্যান্ড এন্ড কোল্ড স্টোরেজ লিঃ, হোটেল ব্লু বানসি লিঃ, ক্রিয়েটিভ হোমস লিঃ ও ভেনটেজ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক এবং সদস্য জেনারেল বডি এফবিসিসিআই, সদস্য কৃষি বিষয়ক ষ্ট্যান্ডিং কমিটি ডিসিসিআই, সদস্য ক্যাপিটাল মার্কেট উন্নয়ন কমিটি ডিসিসিআই, উপদেষ্টা ইডিআই ও আইএমসিসি, পরিচালক- বাংলাদেশ কোল্ড ষ্টোরেজ এসোসিয়েশন ও ইসমাইল ফাউন্ডেশন, স্বত্তাধিকারী – চন্দ্রিমা এন্টারপ্রাইজ ও রিয়েল স্কেল।
রাজনৈতিক জীবনে তিনি চান্দিনা উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও রেগুলার স্পোর্টিং কাবের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
মুনতাকিম আশরাফ টিটু সামাজিক কর্মকান্ডের মধ্যে ঢাকা কাব লিঃ এর সদস্য, চান্দিনার কেরনখাল উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদ, গল্লাই ইসমাইল দাখিল মাদ্রাসার চেয়ারম্যান, চান্দিনা মহিলা ডিগ্রী কলেজ ও মাধাইয়া কলাগাও কলেজ এর পরিচালক পর্ষদের দায়িত্ব পালন করছেন।

 

Chandina News
এদিকে মুনতাকিম আশরাফ টিটু এফবিসিসিআই নির্বাচনে বিপুল ভোটে পরিচালক নির্বাচিত হওয়ায় চান্দিনার সর্বস্তরের জনতার মাঝে আনন্দের বন্যা বয়ে যায়। চান্দিনার রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং বিভিন্ন সংগঠন অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন। বিবৃতি দাতারা হলেন-চান্দিনা উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন  বকসী ও সাংগঠনিক সম্পাদক মোখলেছুৃুর রহমান দুলু মাস্টার, কাজী গোলাম দস্তগীর পাপন, পৌর আওয়ামীলীগ সভাপতি কাজী গোলাম মোস্তফা ও সাধারণ সম্পাদক মো.মফিজুল ইসলাম, উপজেলা যুবলীগ সভাপতি মো.জসিম উদ্দিন ও সাধারণ সম্পাদক মো.জাহাঙ্গীর আলম, সেচ্ছাসেবকলীগ সভাপতি মো.জহিরুল ইসলাম মুন্সি ও সাধারণ সম্পাদক মো.আশেকুল ইসলাম, বঙ্গবন্ধু প্রজন্মলীগ কুমিল্লা উত্তর জেলা শাখা সভাপতি মো.মনির খন্দকার ও সাধারণ সম্পাদক মো.সাইফুল ইসলাম সিকদার, ছাত্রলীগ সভাপতি মো.মেহেদি হাসান ও সাধারণ সম্পাদক মো.নজরুল ইসলাম সুমন, সুরলহরী সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক এইচ কে মামুন, চান্দিনা প্রেস কাব সাধারন সম্পাদক ও পৌর কাউন্সিলর কাজী জাফর উল্লাহ আজাদ প্রমুখ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি