ডেস্ক রিপোর্টঃ
থাইল্যান্ড, মালয়েশিয়া সীমান্তের গহীণ জঙ্গলে আবারো গণকবরের সন্ধান মিলেছে।
বুধবার থাইল্যান্ডের সেনা কর্মকর্তারা জানান, দু’দেশের যৌথ অভিযানে নতুন করে অন্তত ৮৪টি গণকবরের খোঁজ পাওয়া গেছে।
সীমান্ত এলাকায় ১ জুন থেকে যৌথ অভিযান শুরু করে থাইল্যান্ড ও মালয়েশিয়া সেনাবাহিনী।
দু’দিনে এসব গণকবর চিহ্নিত করা হয় বলে নিশ্চিত করেন থাইল্যান্ড পুলিশ। এর আগে থাইল্যান্ডে সঙ্খলা প্রদেশের সাদাউ এবং রানং জেল থেকে ৬২টি গণকবর মিলে। এর মধ্যে পাওয়া কবর থেকে রোহিঙ্গা এবং বাংলাদেশিদের বলে জানায় থাই কর্তৃপক্ষ।
রোহিঙ্গাদের ৩০টি গণকবরের খোঁজ পাওয়া যায় পাশ্ববর্তী মালয়েশিয়াতেও।
এদিকে বাংলাদেশ এবং মিয়ানমার থেকে মানবপাচারের অন্যতম প্রধান হোতা থাইল্যান্ডের শীর্ষ সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল মান চু কং কান আত্মসমর্পণ করেছেন।
বুধবার ব্যাংককের পুলিশ সদর দপ্তরের হাজির হন তিনি। এরই মধ্যে জিজ্ঞাসাবাদের জন্য তাকে সঙ্খলা প্রদেশে নেয়া হয়েছে। পুলিশি প্রতিবেদনের ভিত্তিতে রোববার তার বিরুদ্ধে গ্রেফতারি প্ররোয়ানা জারি করে আদালত। ঐ দিনই সাময়িক বহিস্কার করা হয় তাকে। গণমাধ্যম বলছে এসব মানবপাচারের অভিযোগ তার বিরুদ্ধে প্রমাণ মিলেছে।