শনিবার,১২ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ


উইকিলিকসে প্রকাশ, যুক্তরাষ্ট্রের কাছে ডেথ সার্টিফিকেট চেয়েছিল লাদেনের ছেলে


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.০৬.২০১৫

Osama_Bin_Laden_BG_207953422

ডেস্ক রিপোর্টঃ

আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেন নিহত হওয়ার পর যুক্তরাষ্ট্রের কাছে ডেথ সার্টিফিকেট চেয়েছিল তার ছেলে। বৃহস্পতিবার (১৮ জুন) উইকিলিকস এ সম্পর্কিত একটি চিঠি ফাঁস করে।

চিঠিটি সৌদি আরবের রাজধানী রিয়াদে মার্কিন দূতাবাস থেকে প্রকাশিত হয়। সাড়া জাগানো ওয়েবসাইটটি ‘দ্য সৌদি ক্যাবলস’ নামে মোট ৭০ হাজার ডকুমেন্ট প্রকাশ করে।

আগামী কয়েক সপ্তাহের মধ্যে আরো ৫ লাখ ক্যাবলস এবং ডকুমেন্ট বের করবে উইকিলিকস। এসব তথ্য সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয় এবং অন্যান্য প্রতিষ্ঠান থেকে পেয়েছে ওয়েব সাইটটি।

চিঠিতে বলা হয়, ২০১১ সালের ৯ সেপ্টেম্বর লাদেনের ছেলের ডেথ সার্টিফিকেট চাওয়ার পত্র পেয়ে তার জবাবও দেন রিয়াদে যুক্তরাষ্ট্রের কনস্যুল জেনারেল গ্লেন কাইজার। এর প্রায় চারমাস আগে ২ মে পাকিস্তানের অ্যাবোটাবাদে মার্কিন এলিট ফোর্স নেভি সিলের বিশেষ অভিযানে নিহত হন আল-কায়েদার শীর্ষ নেতা।

লাদেনের ছেলে আবদুল্লাহ বিন লাদেনেরে উদ্দেশে কাইজার লিখেন, আপনি আপনার বাবা ওসামা বিন লাদেনের ডেথ সার্টিফিকেট চেয়ে যে পত্র দিয়েছেন তা আমরা পেয়েছি। তবে সামরিক অভিযানে ব্যক্তিবিশেষ নিহত হওয়ার ক্ষেত্রে এমন ডকুমেন্ট দেওয়ার রীতি নেই।

উইকিলিকস জানায়, ডেথ সার্টিফিকেট দেওয়ার পরিবর্তে কাইজার আবদুল্লাহ বিন লাদেনকে তার বাবার মৃত্যু সংশ্লিষ্ট মার্কিন আদালতের নানা রেকর্ড দিয়ে দেন।

এরপর চিঠিতে কাইজার লিখেন, আশা করছি, এসক ডকুমেন্ট আপনাকে এবং আপনার পরিবারকে সাহায্য করবে।

সৌদির ধনাঢ্য ব্যবসায়ী ‘বিন লাদেন’ পরিবারে ওসামা বিন লাদেনের জন্ম ও বেড়ে ওঠা। ১৯৯৪ সালে সন্ত্রাসী কার্যক্রমে জড়িত থাকার জন্য তার নাগরিকত্ব কেড়ে নেয় সৌদি সরকার।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি