শুক্রবার,১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » অর্থনীতি » ১০ বছরে ১ লক্ষ ২ হাজার ৬৪৮ কোটি টাকা বিদেশে পাচার, ব্যবসায়ীদের চোখ বিদেশে


১০ বছরে ১ লক্ষ ২ হাজার ৬৪৮ কোটি টাকা বিদেশে পাচার, ব্যবসায়ীদের চোখ বিদেশে


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.০৬.২০১৫

bangladesh_swiss_bank

ডেস্ক রিপোর্টঃ
সাইপ্রাস, হাঙ্গেরি, পর্তুগাল, আয়ারল্যান্ড, মালয়েশিয়া, বাহামা এবং আরব-আমিরাত তাদের অর্থনীতিকে চাঙ্গা করার লক্ষ্যে বিদেশীদের বিনিয়োগে আকর্ষণীয় সব সুযোগ-সুবিধা প্রদান করছে। আর এ সুযোগ লুফে নিয়ে আমাদের দেশীয় ব্যবসায়ীরা বিনিয়োগ করছেন এসব দেশগুলোতে। আর এর পেছনের মূল কারণটা হলো দেশের রাজনৈতিক অস্থিরতা, বিনিয়োগের সঠিক পরিবেশ না থাকা এবং ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টিতে সরকার সমূহের ব্যর্থতা।

বিদেশে টাকা পাচার এবং দেশের ব্যবসায়ীদের বিদেশে বিনিয়োগ এর কারণ অনুসন্ধানে ইংরেজি দৈনিক ‘দ্য ডেইলি স্টার’ এর অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে এভাবেই উঠে এসেছে দেশের অর্থনীতি এবং ব্যবসায় বিনিয়োগের চিত্র।

‘গ্লোবাল ফিনানশিয়াল ইন্টেগ্রিটি’ এ দেয়া তথ্যমতে ২০০৩ থেকে ২০১২ এই ১০ বছরে বাংলাদেশ থেকে প্রায় ১৩.১৬ বিলিয়ন মার্কিন ডলার বা ১ লক্ষ ২ হাজার ৬৪৮ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। এ মাঝে ২০০৬ সালেই প্রায় ২.৬৭ বিলিয়ন মার্কিন ডলার বা ২০ হাজার ৮০২ কোটি টাকা পাচার করা হয়।

২০০৫ সালে যার পরিমাণ ছিল ১.০৫ বিলিয়ন মার্কিন ডলার বা ৮হাজার ১৮৮ কোটি টাকা। ২০০৭ এ ২.৪৩ বিলিয়ন মার্কিন ডলার বা ২০হাজার ৮০২ কোটি টাকা।

২০১০, ২০১১ এবং ২০১২ সালে যথাক্রমে ০.৬৭ বিলিয়ন মার্কিন ডলার বা ৫হাজার ২২৫ কোটি টাকা, ০.৫৯ বিলিয়ন মার্কিন ডলার বা ৪হাজার ৬০১ কোটি টাকা এবং ১.৭৮ বিলিয়ন মার্কিন ডলার বা ১৩ হাজার ৮৮৪ কোটি টাকা বিদেশে পাচার করা হয়।

শুধু মাত্র রাজনৈতিক পরিবেশ নয় বেসরকারি খাতে বিনিয়োগে বিভিন্ন বাধা এবং এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশে বিনিয়োগের আকর্ষণীয় অফারের কারণেই ব্যবসায়ীরা বিদেশে সম্পত্তি কেনা এবং অর্থ বিনিয়োগে আকৃষ্ট হচ্ছে বলে মনে করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি