বুধবার,২২শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


হাসির মানুষ পাপ্পুর চিরবিদায়


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.০৬.২০১৫

Pappu_BG_240154584

ডেস্ক রিপোর্টঃ

মজার মজার কথা বলে মানুষ হাসাতেন পাপ্পু। তবে জনপ্রিয় এই কৌতুক অভিনেতা আর মানুষ হাসাবেন না। আজ সোমবার (২৯ জুন) আনুমানিক ভোর চারটায় লালবাগের নিজের বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বলে জানা গেছে।

দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন পাপ্পু। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে অল্প সময়ে। প্রায় নয় বছর আগে বড় ছেলে মারা যাওয়ার পর একমাত্র পুত্র ও স্ত্রীকে নিয়েই ছিলো তার সংসার।

পুরনো ঢাকার লালবাগে জন্মেছিলেন পাপ্পু। বিটিভির ম্যাগাজিন অনুষ্ঠান ‘শুভেচ্ছা’র সুবাদে দর্শকমহলে জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। এরপর প্রায় প্রতিটি ম্যাগাজিন অনুষ্ঠান ও কমেডি শোতে ছিলো তার স্বতস্ফূর্ত উপস্থিতি। বেশকিছু অনুষ্ঠানও উপস্থাপনা করেছিলেন তিনি।

ছোটপর্দার গন্ডি পেরিয়ে পাপ্পু অভিনয় করেছেন ১৪ টি চলচ্চিত্রে। প্রথম ছবি সিরাজ হায়দারের ‘সুখ’। তার অভিনীত চলচ্চিত্রের মধ্যে উল্লেখযোগ্য ‘আখেরি হামলা’, ‘শত্রু সাবধান’, ‘মেয়েরা মাস্তান’, ‘ফায়ার’, ‘ভন্ড বাবা’, ‘কালো চশমা’ প্রভৃতি। সর্বশেষ তিনি অভিনয় করেন ‘ময়নামতির সংসার’-এ। তাকে দেখা গেছে বিজ্ঞাপনচিত্র আর নাটকেও। এর মধ্যে মোল্লা সল্টের বিজ্ঞাপনের কথা না বললেই নয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি