পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের আমন্ত্রণে সেখানে যেতে রাজি হয়েছেন মোদী। তার এ সম্মতিকে দুই দেশের সম্পর্কে উষ্ণতার লক্ষণ হিসাবেই দেখা হচ্ছে।
ভারতের প্রধানমন্ত্রী হওয়ার পর এটিই হবে মোদীর প্রথম পাকিস্তান সফর।
বিবিসি জানায়, দুই দেশের সরকারের পক্ষ থেকে এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, “প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ২০১৬ সালের সার্ক সম্মেলনে যোগ দেয়ার জন্য প্রধানমন্ত্রী মোদীকে পাকিস্তানে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন। প্রধানমন্ত্রী মোদী ওই আমন্ত্রণ গ্রহণ করেছেন।”
সীমান্তে উত্তেজনা দেখা দেয়ার পর গত বছর থেকে প্রতিবেশী দুই দেশের মধ্যে সচিব পর্যায়ের আলোচনা বন্ধ হয়ে যায়।
সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) সম্মেলনে যোগ দিতে দুই নেতা রাশিয়ার উফা শহরে যান। সেখানেই শুক্রবার তারা আলাদাভাবে বৈঠক করেন। বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই পাকিস্তানের সঙ্গে সম্পর্কে যে টানাপোড়েন চলছে, তাতে এর মধ্য দিয়ে নতুন মোড় এল বলেই মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা।
দু’নেতাই সন্ত্রাসের বিরুদ্ধে একজোট হয়ে কাজ করার অঙ্গীকার করেছেন। ২০০৮ সালে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলা মামলায় তথ্য-প্রমাণ দিতে সাহায্য করার বিষয়েও তারা একমত হয়েছেন। ওই হামলায় ১৬৬ জন নিহত হয়।
অভিযোগ আছে, পাকিস্তানের সন্ত্রাসীরা এই হামলা চালিয়েছে। হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে জাকিউর রহমান লাখভি নামে একজনকে গ্রেপ্তার করে পাকিস্তান পুলিশ।
এপ্রিলে লাখভিকে পাকিস্তানের একটি কারাগার থেকে জামিনে মুক্তি দেয়া হয়। ভারতীয় কর্তৃপক্ষরা একে ‘দুর্ভাগ্যজনক ও গভীর হতাশার’ বলে বর্ণনা করেন।
লাখভিসহ সন্দেহভাজন আরও ছয় জনের বিরুদ্ধে এখন মামলা চলছে।
শুক্রবারের বৈঠক বিষয়ে ভারতের পররাষ্ট্র সচিব এস. জয়শঙ্কর সাংবাদিকদের বলেন, সন্ত্রাস নির্মূল বিষয়ে আলোচনার জন্য দুই দেশের শীর্ষ নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকের বিষয়েও একমত হয়েছেন দুই প্রধানমন্ত্রী।