বুধবার,২২শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


চলে গেলেন সাবেক ডাচ ফুটবলার ন্যানিঙ্গা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.০৭.২০১৫

Dick_Nanninga_bg_176640601

স্পোর্টস ডেস্কঃ

পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে চলে গেলেন নেদারল্যান্ডসের সাবেক ফুটবলার ডিক ন্যানিঙ্গা। ৬৬ বছর বয়সে এ অ্যাটাকিং মিডফিল্ডার মারা গেলেন।

ডাচ জাতীয় দলের হয়ে ১৫ ম্যাচ খেলা ন্যানিঙ্গার দারুণ একটি কীর্তি রয়েছে। ১৯৭৮ বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে তিনি একমাত্র গোলটি করেছিলেন। তবে খেলা শেষে আর্জেন্টিনা ৩-১ গোলে জিতে প্রথমবারের মত বিশ্বকাপের শিরোপা জিতে।

ন্যানিঙ্গার মৃত্যু কি কারণে হয়েছে তা নিশ্চিত করে বলা হয়নি। তবে ২০১২ সাল থেকে তিনি কোমায় ভর্তি ছিলেন। সে সময় তার ডায়বেটিস থাকায় পরে বাঁ পায়ের নিচে কিছু অংশ কেঁটে ফেলা হয়েছিল।

নেদারল্যান্ডস ১৯৭৪, ১৯৭৮ ও ২০১০ সালে বিশ্বকাপের ফাইনালে খেলেছিল। তবে প্রতিবারই দলটিকে রানার্সআপ হয়ে ফেরত আসতে হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি