শনিবার,১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ইট ভাটার ট্রাক্টর কেড়ে নিল স্কুল ছাত্রীর জীবন , ৮০ হাজার টাকায় মিমাংসা


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.০৮.২০১৫

DEBIDWAR (COMILLA) PIC_ - ROAD ACCDIENT 13.08 (2) Debidwar(comilla) pic-13-8-2015

জামাল উদ্দিন দুলাল,দেবিদ্বারঃ
কুমিল্লা -সিলেট মহাসড়কের কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার চাপানগর ব্রিকস ফিল্ডের সামনে মেসার্স তাসফি ব্রিকসের ইট বহনকারী একটি ট্রাক্টরের চাপাঁয় লাকী আক্তার (১৪) নামে সিএনজি চালিত অটোরিক্সার যাত্রী নিহত হয়েছে।

পরে স্থানীয়ভাবে দু’পক্ষের লোকজন বসে থানায় কোন মামলা না করার সিদ্ধান্ত নেয় এবং নিহতের পরিবারকে ৮০ হাজার টাকা দিয়ে বিষয়টি মিমাংসা করে ফেলে ।

বৃহস্পতিবার দুপুরে এ দুঘর্টনা ঘটে।

নিহত লাকী আক্তার ছোট আলমপুরের দিনমজুর মো: আবুল কাশেম এর ছোট মেয়ে। লাকী আক্তার দেবিদ্বার আলহাজ¦ মফিজ উদ্দিন আহম্মেদ বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।

স্থানীয় সূত্র জানায়, প্রতি দিনের ন্যায় সকালে লাকী আক্তার স্কুলে যায় এবং স্কুল থেকে লাকী তার ফুফুর বাড়ি সাইলচর গ্রামে যাওয়ার জন্য দেবিদ্বার নিউমার্কেট চত্বর থেকে সিএনজি চালিত অটোরিক্সায় ওঠে।

তাকে বহনকারী সিএনজি চালিত অটোরিক্সাটি চাপানগর ব্রিকস্’র কাছে পৌছলে অপর দিক থেকে আসা মুরাদনগর ঘোড়াশালের মেসার্স তাসফি ব্রিকসের ইট বহনকারী একটি ট্রাক্টর এসে সিএনজিটিকে ধাক্কা দিলে লাকী আক্তার সিএনজি থেকে ছিটকে পড়ে যায়, ঘাতক ট্রাক্টরটি লাকী আক্তার’ র বুকে চাপা দেয়।

স্থানীয়রা লাকী আক্তারকে উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক লাকী আক্তারকে মৃত ঘোষনা করেন।

এদিকে দেবিদ্বার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক ট্রাক্টরটিকে আটক করে থানায় নিয়ে আসে।

দেবিদ্বার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমান জানান, নিহতের পরিবারকে মামলা করতে বলেছিলাম। লাকী আক্তারে পরিবার আর্থিকভাবে গরিব হওয়ায় মামলা করতে রাজি হয়নি । নিহত স্কুল ছাত্রীর পরিবার মামলা দায়ের কিংবা ময়না তদন্তে অপারগতা দেখিয়ে লাশ নিয়ে যায়। পরে তারা স্থানীয় গণমান্য ব্যক্তিদের উপস্থিতিতে ট্রাক্ট্ররের মালিকের সাথে আপোষ করেছে বলে আমি শুনেছি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি