সোমবার,২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


আন্ডারওয়ার্ল্ড ডন ছোটা রাজন এখন ভারতে


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.১১.২০১৫

2015_11_06_16_34_15_qrQD3zPaYGT5oxuhEYyW7BaEEYkPtS_original

আন্তর্জাতিক ডেস্ক:

ইন্দোনেশিয়ার বালিতে গ্রেপ্তার হওয়া ভারতের মোস্ট ওয়ান্টেড অপরাধী ও আন্ডারওয়ার্ল্ড ডন ছোটা রাজন এখন ভারতে। শুক্রবার কাকভোরে তাকে নিয়ে দিল্লি বিমানবন্দরে অবতরণ করে বিশেষ বিমান। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই কর্মকর্তারা।

বিশেষ কমান্ডো প্রহরায় তাকে সকাল ৬টার দিকে সিবিআইয়ের সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাকে সিবিআই, আইবি এবং ‘র’ কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করছেন।

ছোটা রাজনের আসল নাম রাজেন্দ্র নিকালজে। ৫৫ বছর বয়সী কুখাত এই অপরাধীর বিরুদ্ধে হত্যা, অপহরণ, মাদক পাচারসহ অন্তত ৭৫টি অভিযোগ রয়েছে। ১৯৮৮ সালে তিনি ভারত ছেড়ে বিদেশে পালিয়ে যান। গত ২৫ অক্টোবর অস্ট্রেলিয়া থেকে মোহন কুমার ছদ্মনামে জাল পাসপোর্ট নিয়ে ইন্দোনেশিয়ার বালিতে পৌঁছলে সেখানেই গ্রেপ্তার হন ছোটা রাজন। তার বিরুদ্ধে ইন্টারপোলের রেড কর্নার নোটিশ থাকায় বালি পুলিশ তাকে গ্রেপ্তার করে। এরপরই ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থার তৎপরতায় তাকে দিল্লিতে নিয়ে আসা হলো।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি