সোমবার,২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


আসামে নির্বাচনে জিততেই অনুপকে ভারত নিলেন মোদি


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.১১.২০১৫

2015_07_06_10_33_31_r45cY2FJUl1rC8MZabPixExGF0EPlN_original

সাইফ নাসির : আগামী বছর ভারতের আসাম রাজ্যে বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনে আসামের মানুষের হৃদয় জয় করার টার্গেট নিয়ে কি উলফার প্রতিষ্ঠাতা, সাধারণ সম্পাদক অনুপ চেটিয়াকে বাংলাদেশ থেকে ফেরত এনেছে বিজেপি সরকার?
এমন প্রশ্ন তুলেছে ভারতের প্রভাবশালী পত্রিকা দ্য টাইমস অব ইন্ডিয়া। এতে বলা হয়েছে, নয়াদিল্লি থেকে ভারতের স্বরাষ্ট্র বিষয়ক প্রতিমন্ত্রী কিরেন রিজিজু ঘোষণা দিলেন উলফার সঙ্গে শান্তি আলোচনার চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন। এর আট ঘন্টারও কম সময়ের মধ্যে ঢাকার অদূরে কাশিমপুর জেল থেকে বুধবার সকালে বিদ্রোহী ওই নেতাকে সিবি আইয়ের হাতে তুলে দিল বাংলাদেশ কর্তৃপক্ষ।
মঙ্গলবার রিজিজু বলেছিলেন, উলফার শান্তি আলোচনায় প্রধান দাবি হলো ছয়টি উপজাতি গোষ্ঠীকে তালিকাভুক্ত করা। তাদের এ দাবি এখন চূড়ান্ত পর্যায়ে। এ সংক্রান্ত ফাইল পাঠানো হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে। তিনি আরও বলেন, উলফার ওই দাবি মেনে নেয়া হবে আগামী বছর রাজ্যের বিধানসভা নির্বাচনের আগেই।
অনুপ চেটিয়াকে যে ভারতের হাতে তুলে দেয়া হয়েছে এ কথা স্বীকার করে বুধবার তিনি বলেন, বন্দি প্রত্যর্পণ সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কারণে।
এদিকে দিকে অনুপ চেটিয়া ইস্যুটি আসামে একটি বড় রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়েছে। বুধবার আসামের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ বলেছেন, বাংলাদেশ থেকে অনুপ চেটিয়াকে ভারতে ফিরিয়ে আনার কৃতিত্ব প্রধানমন্ত্রী মোদির সরকার পেতে পারে না। বিদ্রোহী এই নেতাকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে তিনিই অব্যাহতভাবে চেষ্টা চালিয়েছেন। ফলে এখানে স্পষ্ট যে, বিধানসভা নির্বাচনে অনুপ চেটিয়া ইস্যু একটি বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। এ ইস্যুতে বিজেপিকে চুল পরিমাণ ছাড় দেবে না আসামে ক্ষমতাসীন কংগ্রেস। তরুণ গগৈ বলেছেন, আমি মনে করি না অনুপ চেটিয়াকে ফিরিয়ে আনায় মোদির কোন সফলতা আছে। এটা সম্ভব হয়েছে সীমান্ত চুক্তি ও আমার কারণে। উল্লেখ্য, অনুপ চেটিয়ার সাজা ভোগ শেষ হয় ২০০৫ সাল থেকে। তখন থেকেই তাকে ফিরিয়ে নিতে ব্যাপক তৎপরতা শুরু করে ভারত। কিন্তু দু’দেশের মধ্যে বন্দি প্রত্যর্পণ চুক্তি না থাকার কারণে তা হয়ে ওঠে নি। এ ছাড়া অনুপ চেটিয়া তৃতীয় কোন দেশে রাজনৈতিক আশ্রয় চেয়েছিলেন। তা নিয়ে সিদ্ধান্ত ছিল স্থগিত।
২০১৩ সালের জানুয়ারিতে বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্দি বিনিময় চুক্তি স্বাক্ষরিত হয়। তার ফলেই অনুপ চেটিয়াকে ভারতে ফেরত পাঠানোর পথ উন্মুক্ত হয়। এই যখন অবস্থা তখন ২০১৩ সালের সেপ্টেম্বরে অনুপ চেটিয়া বাংলাদেশের মিডিয়ার কাছে একটি চিঠি লেখেন। তাতে তিনি রাজনৈতিক আশ্রয়ের দাবি ত্যাগ করেছেন এবং আসামে ফিরতে চান বলে জানান। ২০১৪ সালের প্রথম দিকে ভারতের লোকসভা নির্বাচন সম্পন্ন হয়। মে মাসে সীমান্ত চুক্তি স্বাক্ষরিত হয়। এতে অনুপকে ভারতে ফেরত দেয়া হবে বলে আশা করা হয়। তারপর থেকে ১৮ মাস লেগে গেল তাকে নয়াদিল্লির কাছে হস্তান্তর করতে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি