বুধবার,২২শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


প্যারিস হামলা সংহতি জানানোয় বাংলাদেশকে ধন্যবাদ ফরাসি রাষ্ট্রদূতের


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.১১.২০১৫

 

FrinceBG_123036944_716917650

ঢাকা: প্যারিস হামলার ঘটনায় নিন্দা ও ক্ষোভ জানিয়ে ফ্রান্স সরকারের প্রতি সংহতি জানানোয় বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত সোফি অবার্ট।

শনিবার (১৪ নভেম্বর) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ ধন্যবাদ জানান।

বিবৃতিতে ফরাসি রাষ্ট্রদূত বলেন, শুক্রবার (১৩ নভেম্বর) রাতে প্যারিসে যে বর্বরোচিত হত্যাকাণ্ড ঘটেছে, তাতে আমরা সবাই শোকাহত। এ হামলা ফ্রান্সের হৃদয়ে আঘাত করেছে। কিন্তু ফ্রান্স তার অবস্থানে দৃঢ়। সভ্যতার বর্বর শত্রুদের ছড়িয়ে দেওয়া সন্ত্রাসে আমরা শেষ হয়ে যাবো না।

সোফি অবার্ট বলেন, এই শোকের দিনে ফ্রান্সের প্রতি সংহতি জানানোয় বাংলাদেশসহ আমাদের বন্ধুরাষ্ট্রগুলোকে ধন্যবাদ জানাচ্ছি আমি।

শুক্রবার দিনগত প্যারিসের বাতাক্লঁ থিয়েটার হল ও স্তেদে দ্য ফ্রান্স স্টেডিয়াম সংলগ্ন এলাকায় হামলা চালায় সন্ত্রাসীরা। সেন্ট ডেনিসেও হামলা চালায় বন্দুকধারীরা। একযোগে চালানো এসব হামলায় ১২৭ জন নিহত ও প্রায় দুইশ’ মানুষের আহত হওয়ার ঘটনা ঘটে। হামলার পর দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেন প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ। এ ঘটনায় ফ্রান্সজুড়ে তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে। হামলার দায় স্বীকার করেছে সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি