ডেস্ক রিপোর্ট :
পশ্চিম আফ্রিকার দেশ মালির রাজধানী বামাকোতে হোটেলে রেডিসনে হামলা চালিয়েছে বন্দুকধারীরা।
শুক্রবার (২০ নভেম্বর) এ হামলা হয় বলে স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে জানানো হয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে।
দু’জন হামলাকারী ১৭০ জন অতিথি ও হোটেল কর্মীদের জিম্মি করেছে বলে নিরাপত্তা সূত্র ও প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানানো হয়েছে খবরে।
একটি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, ১৯০ কক্ষবিশিষ্ট হোটেল রেডিসন ঘিরে ফেলেছে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
অপর এক নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে অন্য একটি সংবাদমাধ্যম জানিয়েছে, হোটেলটির অষ্টমতলায় হামলার ঘটনাটি ঘটেছে। এই তলার করিডোরে গুলির ঘটনাও ঘটেছে।
এদিকে, বামাকোয় যুক্তরাষ্ট্রের দূতাবাস থেকে এক টুইট বার্তায় সেখানকার মার্কিন নাগরিকদের সাবধান থাকতে বলা হয়েছে। সেই সঙ্গে সবাইকে নিরাপদ জায়গায় অবস্থান নিতে ও পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করতেও বলা হয়েছে।