শুক্রবার,৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


সুইজারল্যান্ডের শহরে বোরকা নিষিদ্ধসুইজারল্যান্ডের শহরে বোরকা নিষিদ্ধ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.১১.২০১৫

burka
ডেস্ক রিপোর্ট :

ইউরোপজুড়ে সন্ত্রাসী হামলার আশঙ্কায় সুইজারল্যান্ডের টিসিনো শহরে মুসলিম নারীদের বোরকা, নেকাব বা যে কোনও ধরনের কাপড় দিয়ে মুখ ঢেকে চলাফেরা নিষিদ্ধ করা হয়েছে।

সোমবার স্থানীয় পার্লামেন্টে এ আইনটি পাস হয়। ফলে এখন থেকে মুসলিম নারীরা দেশটির দক্ষিণাঞ্চলের এ শহরটির জনসমাগমস্থল, দোকান, রেস্টুরেন্ট, সরকারি ভবনে বোরকা পরতে পারবেন না। এ ছাড়া, গাড়ি চালানো অবস্থায় বোরকা, নেকাব পরে বা মুখ ঢেকে চলাচল করলে তা অপরাধ হিসেবে গণ্য হবে।

নিষেধাজ্ঞা অমান্য করলে গুনতে হবে জরিমানা। টাকার অংকে সাড়ে ছয় হাজার ব্রিটিশ পাউন্ড (বাংলাদেশি টাকায় ৭৫ হাজার টাকা)। পর্যটকদের জন্যও এই আইন বহাল থাকবে। তবে  হেলমেট পরতে কোনও বাধা নেই।

রয়টার্সের খবরে বলা হয়, ২০১৩ সালের সেপ্টেম্বরে ওই এলাকার দুই-তৃতীয়াংশ ভোটার এই আইনের পক্ষে মত দেন। অবশ্য এই ভোটকে টিসিনোর মানবাধিকারের ক্ষেত্রে কালো দিবস আখ্যায়িত করে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি