বৃহস্পতিবার,৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


আরও নারী সদস্য নিয়োগ দেবে বিএসএফ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.১১.২০১৫

BSF2-400x255
ডেস্ক রিপোর্ট :

বাংলাদেশ এবং পাকিস্তানের সাথে ভারতের সীমান্ত পাহারা দেওয়ার জন্য আরও নারী সদস্য নিয়োগ দিতে যাচ্ছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)।

শুক্রবার সাংবাদিকদের এ তথ্য জানান বিএসএফ প্রধান ডি কে পঠক। তিনি বলেন, ‘বিএসএফে নারী সদস্য বাড়ানো হবে। আমরা এর জন্য উদ্যোগ নিয়েছি।’

বিএসএফের নেতৃত্ব পর্যায়ে ২০১০ সালে প্রথম ১৫ জন সাব ইন্সপেক্টর নিয়োগ দেয় বাহিনীটি। বর্তমানে বিএসএফে ৪২ জন সাব ইন্সপেক্টর এবং ৩ হাজার ২৮০ জন কনস্টেবল রয়েছে।

বিএসএফের এ সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্তে নিরাপত্তা বাড়াতে এবং নারীদের কাজের ক্ষেত্র সৃষ্টি করতে এ  নিয়োগ দেওয়া হচ্ছে। নতুন নিয়োগের সদস্যরা ২০১৬ সালে কাজে যোগদান করবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নারী সসদ্যদের জন্য আলাদা বদলি নীতিমালা এবং যৌন হয়রানি রোধে আলাদা কমিটি করা হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি