সোমবার,২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


টার্গেটে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা!


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.১১.২০১৫

download69

ডেস্ক রিপোর্ট :

জামায়াত নিষিদ্ধ করার প্রক্রিয়া শুরু হওয়ায় এবার নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের সঙ্গে হাত মিলিয়ে দেশে অস্থিতিশীল করার পায়তারা করছে দলটির নেতাকর্মীরা।

পাশাপাশি নিজস্ব মতবাদ দিয়ে ইসলামকে অন্যদিকে ধাবিত করার প্রক্রিয়া করা এই দলটি এবার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টার্গেট করেছে। সরকারি বিশ্ববিদ্যালয়ে তাদের কোন কর্মকা- চালানোর সুযাগ না থাকায় এই পদ্ধতি বেছে নিয়েছে তারা। সম্প্রতি পুলিশের হাতে ধরা পড়া বেশকিছু শিবিরকর্মীদের জিজ্ঞাসাবাদে এমন তথ্য বেরিয়ে এসেছে।

প্রসঙ্গত, ধরা পড়া প্রায় সকলেই বিভিন্ন বেসরকারি বিশ্বদ্যিালয়ের শিক্ষার্থী। হামলার দায় স্বীকারের বিষয়টিও নাটকীয়ভাবে তুলে ধরছে এই শিবিরকর্মীরাই।

এদিকে বগুড়ায় শিয়া মসজিদে হামলা, ঢাকার হোসনী দালানে গ্রেনেড হামলা, তিনজন বিদেশি নাগরিকের ওপর আক্রমনের দায় স্বীকার করেছে সিরিয়া-ভিত্তিক জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট। সম্প্রতি এই দায় স্বীকার করা দুই যুবক পুলিশের হাতে ধরাও পড়েছে। তারা দুজনই কারাবন্দী।

কিন্তু বগুড়ার ঘটনার পর কারা দায় স্বীকার করলো এ নিয়ে খোদ আইন শৃঙ্খলা বাহিনীকে ভাবিয়ে তুলেছে। তবে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা বলছেন, দেশের ভেতরেই কোন এক গোষ্ঠী জঙ্গিদের সঙ্গে আঁতাত করে এসব কর্মকা- চালিয়ে যাচ্ছে।

অপর একটি সূত্র বলছে, জামায়াত নিষিদ্ধ হওয়ার প্রক্রিয়া শুরু হওয়ায় দলটির নেতাকর্মীরা প্রকাশ্যে আন্দোলন সংগ্রাম করতে না পেরে গুপ্ত হামলার পথ বেছে নিয়েছে। পাশাপাশি নিষিদ্ধ জঙ্গি সংগঠনগুলোর সঙ্গে একত্রিত হয়ে দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে।

এ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বাংলাদেশকে অকার্যকর করতে আইএসের নামে দেশকে বিভাজনের চেষ্টা চলছে। তিনি বলেন দেশে আইএসের কোন কার্যক্রম নেই। শনিবার সকালে কামরাঙ্গীরচর এলাকার ইমামদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আইনশৃঙ্খলা বাহিনী যথেষ্ট সতর্ক আছে উল্লেখ করে মন্ত্রী বলেন, আইএসের নামে জঙ্গি তৎপরতার ঘটনা আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ। কিন্তু মানুষকে সঙ্গে নিয়ে বিদেশি আগ্রাসনের লক্ষ্যবস্তুতে পরিণত হতে দেওয়া হবে না এ দেশকে।

জানা যায়, ২০০৫ সালের ১৭ই অগাস্ট সারাদেশে একযোগে বোমা ফাটিয়ে বিশ্বের কাছে জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ-জেএমবি তাদের অস্তিত্ব জানান দিয়েছিল। বেশ কিছু সন্ত্রাসী ঘটনার পর এটিকে নিষিদ্ধ করা হয়। পরে ফাঁসি দেয়া হয় এ সংগঠনের প্রধান শায়খ আবদুর রহমান, বহুল আলোচিত সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলাভাইসহ ৬ জনকে।

এরপর পুলিশের পক্ষ থেকে অনেকবারই বলা হয়েছিল, জেএমবি দুর্বল হয়ে গেছে এবং এটি আর মাথা তুলতে পারবে না। কিন্তু ১০ বছর পর জেএমবি নিয়েই আবার ব্যতিব্যস্ত হয়ে পড়েছে পুলিশ। তবে এবার সরাসরি জেএমবি নয় জামায়াত শিবিরের একটি অংশ এসব নাশকতা চালিয়ে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে।

শিবিরের একটি সূত্র জানায়, সংগঠনের নিয়মানুযায়ী স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের টার্গেট করা হয় দলে ভেড়ানোর জন্য। পাশাপাশি ইসলামী আন্দোলনের নামে মাওলানা মওদুদীর লেখা বই পুস্তক পড়তে বাধ্য করা হয়। এছাড়াও ওইসব বই পড়ে মুখস্থ করানোর মাধ্যমে নেতা নির্বাচন করা হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি