সোমবার,২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


কনডেম সেলে মৃত্যুর প্রহর গুনছেন ৯১৮ জন


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.১২.২০১৫

173270_1

ডেস্ক রিপোর্ট :

‘ফাঁসির দ-প্রাপ্ত একজন আসামির দিনে দু’বার মৃত্যু হয়। কারাগারে কনডেম সেলে প্রতি মুহূর্তেই তাদের মৃত্যুর প্রহর গুনতে হয়। প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর মনে হয় আজই বুঝি শেষ দিন। আবার রাতে ঘুমাতে যাওয়ার আগে মনে হয়, এটাই শেষ রাত।’ ফাঁসির দ-াদেশ মাথায় নিয়ে প্রায় পাঁচ বছর কারাগারে থাকার পর মুক্তি পেয়ে এভাবেই কথাগুলো বলেছিলেন নারায়ণগঞ্জের জাকির হোসেন। নামের সঙ্গে মিল থাকা আর পুলিশি ভুল তদন্তের খেসারত হিসেবে ফাঁসির আদেশ হয়েছিল নারায়ণগঞ্জের বাসিন্দা ওই যুবকের। পরে একটি মানবাধিকার সংগঠনের চেষ্টায় তিনি মুক্তি পান। মুক্তি পাওয়ার পর একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এভাবেই নিজের দুঃসহ স্মৃতিচারণ করেছিলেন জাকির হোসেন।

এদিকে ফাঁসির দ- নিয়ে বর্তমানে ৯১৮ জন আসামি এখন দেশের বিভিন্ন কারাগারের কনডেম সেলে মৃত্যুর প্রহর গুনছেন। এছাড়া স্বাধীনতার পর থেকে ২০১৫ সালে জুলাই পর্যন্ত ৪৪ বছরে ৪৭৮ জনের মৃত্যুদ- কার্যকর করা হয়েছে।

কারা অধিদফতর সূত্র জানায়, কনডেম সেলে থাকা ফাঁসির ৯১৮ আসামির মধ্যে গতকাল (মঙ্গলবার) পর্যন্ত হাইকোর্টে ৪০৩ জনের মৃত্যুদ- অনুমোদন (ডেথ রেফারেন্স) নিষ্পত্তির অপেক্ষায় ছিল। আর সর্বোচ্চ আদালতের নিষ্পত্তির পর রাষ্ট্রপতির অনুমোদন সাপেক্ষে ৩২৭ জনের ফাঁসি কার্যকর করা এখন শুধু সময়ের ব্যাপার মাত্র। এছাড়া নিু আদালতগুলোতে ফাঁসির দ- পাওয়া আরও ১৮৮ জনের ফাঁসির দ- অনুমোদনের জন্য উচ্চ আদালতে (ডেথ রেফারেন্স) যাওয়ার অপেক্ষায় রয়েছে। কারা কর্তৃপক্ষ বলেছে, মামলাজট ও বিচার ব্যবস্থার দীর্ঘসূত্রতার কারণে নিু আদালতে দ- ঘোষণার পর উচ্চ আদালতে সাজা মওকুফ বা আপিলের কারণে ফাঁসি কার্যকরে কোনো কোনো ক্ষেত্রে ৫ থেকে ৭ বছর পর্যন্ত সময় চলে যায়।

কারা অধিদফতরের দেয়া তথ্য অনুযায়ী, মৃত্যু পরোয়ানা মাথায় নিয়ে দেশের কারাগারগুলোর কনডেম সেলে থাকা ৯১৮ জনের মধ্যে অনেকেই ৮ থেকে ১০ বছরেরও বেশি সময় ধরে কনডেম সেলে আটক আছেন। উদাহরণস্বরূপ চাঞ্চল্যকর আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলায় ফাঁসির দ-াদেশপ্রাপ্ত ১৮ জনের রায় কার্যকর হয়নি গত ১০ বছরেও। ২০০৫ সালে আদালত ওই মামলায় ১৮ জনের ফাঁসির দ- দেন। ১০ বছর পেরিয়ে গেলেও এসব আসামি এখনও কারাগারে মৃত্যুর প্রহর গুনছেন।

এ ব্যাপারে জানতে চাইলে ডিআইজি প্রিজন গোলাম হায়দার বলেন, প্রতি মাসে একবার ফাঁসির আসামিদের তালিকা করা হয়। চূড়ান্ত রায়ের পর তাদের নামের তালিকা কারা অভ্যন্তরে টাঙিয়ে দেয়া হয়। তারপর ক্রমিক অনুযায়ী ফাঁসি কার্যকর করা হয়। কারাবিধি অনুযায়ী কোনো ফাঁসির আসামির ব্যাপারে সর্বশেষ ও চূড়ান্ত সিদ্ধান্তের তারিখ থেকে ২১ দিনের আগে তা কার্যকর করা যাবে না। আবার উক্ত সময়ের ২৮ দিনের মধ্যেই তা কার্যকর করতে হবে। তবে কারাগারে ফাঁসির আসামিদের সবচেয়ে বেশি নিরাপত্তার ব্যবস্থা থাকে।

সর্বশেষ তথ্যানুযায়ী, নিু আদালতের দেয়া ফাঁসির দ- অনুমোদনের জন্য ২০১৫ সাল পর্যন্ত হাইকোর্টে ৮৪৭টি ডেথ রেফারেন্স এলেও এ পর্যন্ত নিষ্পত্তি হয়েছে মাত্র ৪০৩টি। বাকি ৪৪৪টি ডেথ রেফারেন্স এখনও নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, প্রতি বছর উচ্চ আদালতে যে হারে ডেথ রেফারেন্স মামলা আসে সে তুলনায় নিষ্পত্তি হয় অনেক কম।

হাইকোর্টে ডেথ রেফারেন্স মামলার স্তূপ থাকার পেছনে এতদিন প্রয়োজনের তুলনায় কম সংখ্যক আদালত এবং সরকারি প্রিন্টিং প্রেস (বিজি প্রেস) কর্তৃক পেপার বুক তৈরির ক্ষেত্রে দীর্ঘসূত্রতাকে দায়ী করা হতো। এ অবস্থায় মামলাজট কমাতে উচ্চ আদালত থেকে পেপার বুক তৈরিসহ আনুষঙ্গিক কাজের জন্য সরকারকে বিশেষায়িতভাবে নিজস্ব মেশিন ক্রয়ের নির্দেশনা দেয়া হয়। সরকার ২০১৪ সালে উচ্চ আদালতের জন্য প্রায় ২৪ লাখ টাকা ব্যয়ে তিনটি ডিজিটাল ডুপ্লিকেটিং মেশিন ক্রয় করে এসব প্রক্রিয়া বিশেষ ব্যবস্থাপনার আওতায় নিয়ে আসে। আর এর মাধ্যমে দীর্ঘদিনের মামলাজট অনেকটাই কমতে শুরু করেছে বলে দাবি সংশ্লিষ্ট মহলের।

এদিকে নাম প্রকাশ না করার শর্তে কারা অধিদফতরের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, সারা দেশের ফাঁসির দ-প্রাপ্ত আসামিদের মধ্যে বর্তমানে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ৩৮ জন আসামি রয়েছেন। যার মধ্যে ২৮ জন পুরুষ আর ১০ জন নারী। ওই কর্মকর্তা বলেন, সবচেয়ে বেশি সংখ্যক ফাঁসির দ-প্রাপ্ত আসামি রয়েছে গাজীপুরস্থ কাশিমপুর কারাগারে। এটি দেশের একমাত্র ও সর্বাধুনিক নিরাপত্তা সংবলিত হাই সিকিউরিটি কারাগার। এখানকার কনডেম সেলে বর্তমানে ৪৪৮ জন ফাঁসির আসামি রয়েছেন। এদের মধ্যে ৪১৫ জন পুরুষ ও ৩৩ জন নারী। এছাড়া কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২-এ রয়েছে ফাঁসির দ-প্রাপ্ত ৯০ পুরুষ আসামি। কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের পার্ট-১-এ ফাঁসির দ- পাওয়া আসামি রয়েছে ২৫ জন পুরুষ। এর বাইরে দেশের ৬৮টি কারাগারের মধ্যে ৬৪টি কারাগারে ফাঁসির দ-প্রাপ্ত ৩১৭ জন আসামি কনডেম সেলে অবস্থান করছে।

কারা সূত্র জানায়, দুর্র্ধষ অপরাধের দায়ে অভিযুক্ত ও সাধারণ অপরাধের দায়ে অভিযুক্ত বন্দিদের যেমন একসঙ্গে রাখা হয় না, তেমনি দ-প্রাপ্ত ফাঁসির আসামিদেরও কারাগারে সম্পূর্ণ আলাদা কক্ষে (কনডেম সেল) রাখা হয়। সুযোগ সুবিধার ক্ষেত্রেও দ-প্রাপ্ত ফাঁসির আসামিদের জন্য রয়েছে আলাদা ব্যবস্থা। সাধারণ বন্দিদের মতোই তাদের খাবার দেয়া হলেও নিরাপত্তার স্বার্থে প্রতিদিনই ডাক্তার দিয়ে তা পরীক্ষা করা হয়। খাবার পরিবেশনের ক্ষেত্রেও সাধারণ আসামির বরাদ্দের চেয়ে ফাঁসির আসামিদের বাড়তি খাবার দেয়া হয়। যদিও ফাঁসির দ-প্রাপ্ত আসামিদের খাবারের চাহিদা খুবই কম থাকে।

কারা সূত্র আরও জানায়, সাধারণ বন্দিদের বাইরে থেকে খাবার গ্রহণের জন্য অনুমতি সাপেক্ষে ব্যবস্থা করা হলেও ফাঁসির আসামিদের বেলায় বাইরের কোনো খাবার দেয়া হয় না। এছাড়া কারাগারে বন্দি অনেক আসামিকে একসঙ্গে রাখা হলেও নিরাপত্তার স্বার্থে দুই ফাঁসির আসামিকে কখনও একসঙ্গে রাখা হয় না। সাধারণ বন্দিদের ক্ষেত্রে সপ্তাহে একদিন পরিবারের লোকদের সঙ্গে সাক্ষাতের নিয়ম থাকলেও ফাঁসির আসামির ক্ষেত্রে প্রতি মাসে একবার দেখা করার নিয়ম রয়েছে। এক্ষেত্রে পরিবারের সদস্য ও আইনজীবীদের আগে থেকে সাক্ষাতের আবেদন করতে হয়।

এদিকে ফাঁসির দ- কার্যকর সংক্রান্ত হাইকোর্ট রুলসের ১১ নম্বর ধারায় বলা আছে, ডেথ রেফারেন্সের আপিল হাইকোর্টে আসার পর সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার ১০ দিন সময় দিয়ে মামলার রেকর্ড তলব চেয়ে মামলার পক্ষদ্বয়কে নোটিশ ইস্যু করবেন। মামলার রেকর্ড আসার পর কোনো দেরি ছাড়াই পেপার বুক তৈরির জন্য কাগজপত্র বিজি প্রেসে পাঠাতে হবে। এরপর বিজি প্রেস কর্তৃক পেপার বুক তৈরির পর তা হাইকোর্টে পাঠানো হলে মামলাগুলো ক্রমানুসারে কার্যতালিকায় আসবে। এরপর শুনানি গ্রহণ শেষে হাইকোর্ট বিচারিক আদালতের দেয়া মৃত্যুদ-াদেশের ওপর পরবর্তী করণীয় আদেশ প্রদান করেন।

এ ব্যাপারে দেশের বিশিষ্ট মানবাধিকার কর্মী অ্যাডভোকেট এলিনা খান বলেন, দোষীদের সাজা দিতে, আর নিরপরাধীদের মৃত্যু যন্ত্রণা থেকে মুক্তি দিতে ডেথ রেফারেন্স মামলার দ্রুত নিষ্পত্তি করা উচিত। যারা নিরপরাধ হয়েও ফাঁসির দ- নিয়ে কনডেম সেলে দিন পার করছেন তাদের মানবাধিকার বিষয়টি দেখতে হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি