সোমবার,২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


বাংলাদেশ পাকিস্তান পুনর্মিলন,তবে কিভাবে?


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.১২.২০১৫

aaaa1
ডেস্ক রিপোর্ট :

‘ঢাকা পতন আমাদের জাতীয় ইতিহাসের এক দুঃখজনক অধ্যায়। পূর্ব পাকিস্তানের পৃথক এবং বাংলাদেশ জন্মের ৪৪ বছর অতিবাহিত হয়েছে। এ সময়ে সেতুর নিচ দিয়ে অনেক পানি চলে গেছে। ১৯৭৪ সালের ফেব্রুয়ারিতে লাহোরে অনুষ্ঠিত ইসলামি নেতাদের সম্মেলনে পাকিস্তান বাংলাদেশকে সমর্থন করে শুধু সহনশীলতার পরিচয় দেয়নি নিজ ভাইদের নতুন করে বুকে টেনে নিয়ে উদারতার পরিচয়ও দেয়। বাংলাদেশের আচরণও ছিল উৎসাহব্যঞ্চক। শেখ মুজিবুর রহমানও মহৎ মানসিকতার পরিচয় দিয়ে ৭৩ সালে গঠিত যুদ্ধাপরাধী ট্রাইব্যুনালকে স্থগিত করে দেন এবং ১৯৭৪ সালে দিল্লিতে ত্রিপক্ষীয় (পাকিস্তান, ভারত, বাংলাদেশ) চুক্তিতে উল্লেখ করা হয়, ১৯৭১ ঘটিত মানবতাবিরোধী অপরাদের দায়ে দোষিত কারও বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হবে না। তিনি বলেছিলেন, বাংলাদেশের মানুষ ক্ষমা করতে খুব ভালভাবেই জানে। উল্লিখিত ত্রিপক্ষীয় চুক্তিতে তিন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা স্বাক্ষর করেছিলেন। যুদ্ধাপরাধীর দায়ে দোষি ১৯৫ জন কারাবন্দির ব্যাপারেও কথা হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, তাদের মামলা মোকাদ্দামা ছাড়াই অন্যান্য বন্দিদের মত পাকিস্তানে হস্তান্তর করা হবে। আর এটাও বাস্তবতা যে, এরপর যুদ্ধাপরাধী ট্রাইব্যুনালের অস্তিত্ব শেষ হয়ে গিয়েছিল।

কিন্তু খারাপ হচ্ছে রাজনীতি, যারা ব্যাপারে বলা হয় তার বুকে অন্তর নেই। নেতৃত্বের লোভ রাজনীতিবিদদের কিছু একটা করতে আকাক্সক্ষী করে তুলে। ২০০৮ সালের নির্বাচনে শেখ মুজিবের কন্যা হাসিনা ওয়াজেদ আবেগময় কোন শ্লোগান না পেয়ে যুদ্ধাপরাধী ট্রাইব্যুনালকে নতুন করে জীবিত করেন। এবং যুদ্ধাপরাধের দায়ে দোষিত লোকদের দৃষ্টান্তকে থ্রিলার বানানোর ঘোষণা করেছেন। ফলে এ পর্যন্ত চারজনকে ফাঁসির ফাঁদে ঝুলিয়ে দেওয়া হয়েছে। ৃৃৃ.

সম্প্রতি বাংলাদেশের কেন্দ্রীয় কারাগারে বিএনপির সালাহউদ্দীন কাদের চৌধুরী এবং জামায়াতে ইসলামের আলী আহসান মুজাহিদও অন্তর্ভূক্ত। তারা কোন সাধারণ মানুষ নয়। বাংলাদেশ পার্লামেন্টের সদস্য ও মন্ত্রী ছিলেন। সালাহউদ্দীন কাদের চৌধুরী পাকিস্তানের এ্যাসেম্বলির স্পিকার ফজলুল কাদের চৌধুরীর ছেলে ছিলেন। বাংলাদেশ তাকে ওআইসি-র সেক্রেটারি পদের জন্যও প্রস্তাব করে। হাসিনা ওয়াজেদের এ কৌশল মূলত শেখ মুজিবুর রহমানের পুনর্মিলন পলিসির বিরোধী। যা আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো পর্যন্ত বিবেচনায় নিয়েছে।

২০০০ সালে পাকিস্তান হামিদুর রহমান কমিশন রিপোর্ট ওপেন করে। তখন ক্ষমার বিষয়টিতে জোর দেওয়া হয়। ৃ.. ২০০২ সালে প্রেসিডেন্ট মোশাররফ ঢাকা সফরে যান। তিনি মধ্যস্থতার পথ খোঁজার চেষ্টা করেছিলেন। আলোচনাটি নিস্ফল না হওয়ারও চেষ্টা করেন। পারভেজ মোশররফ ঢাকায় অনুষ্ঠিত শহিদদের স্মরণ অনুষ্ঠানে লিখে পাঠান, আপনাদের পাকিস্তানি ভাই বোনরা ১৯৭১ সালে ঘটিত দুঃখ ব্যথায় আপনাদের সমব্যথী। সেই অশুভ যুগের সময় ঘটিত কর্মকা-ের জন্য আমরা বড় ব্যথিত। আমরা অতীতকে দাফন করে দিলাম। চেষ্টা করবো ভবিষ্যতে যেন আমাদের সম্পর্ক খারাপ না হয়। পারভেজ মোশররফের এ লেখা সকল ক্ষমা প্রার্থনার সমষ্টি। কিন্তু ঢাকার সান্তনা হয়নি। তারা ধারাবাহিক ক্ষমা চাওয়ার দাবি করে আসছে। এটাকে বাহানা বানিয়ে প্রধানমন্ত্রী হাসিনা ওয়াজেদ নভেম্বর ২০১২ সালে পাকিস্তানে উন্নয়নশীল দেশগুলোর সংগঠন দি-এইট  এর নেতাদের বৈঠকে অংশ নেননি। এবং দাওয়াত নামা নিয়ে যাওয়া পররাষ্ট্রমন্ত্রী হিনা রব্বানি খারকে স্পষ্ট জানিয়ে দেন, ক্ষমা চাওয়া ব্যতিত এ ধরণের সম্পর্কের প্রশ্নই আসে না।

হাসিনা সরকারের ক্ষমা চাওয়া দাবির দু’টি কারণ থাকতে পারে। হাসিনা সরকার তার জনগণের কূটনৈতিক বিজয় অর্জন করে রাজনৈতিক ফায়দা নিতে চায়। আরেকটি কারণ, বাংলাদেশ মজলুম জাতি। আর পাকিস্তান তাদের দাবি মেনে নিতে আইনগতভাবে বাধ্য। ঢাকার তো এটাও দাবি ছিল, ১৯৭০ সালের বন্যায় বিশ্ব সম্প্রদায় থেকে আসা ২শ’ মিলিয়ন ডলার অনুদান বন্যায় ক্ষতিগ্রস্তদের নিকট পৌঁছানো হয়নি। এটার হিসাব এখনো বাকি আছে। একইভাবে বিহারিদের পাকিস্তান ফিরিয়ে নেওয়ার দাবি উঠতে পারে। তবে তাদের সংখ্যা বেশি নেই। ৪৫ বছরে ১৯৭১ সালের পরে জন্ম নেওয়াদের সিদ্ধান্ত ঢাকা হাইকোর্ট দেবে। প্রকৃত অপরাধীরা তো তাদের বড়রা। এ বেচারাদের অপরাধ কি? তারা তো বাংলাদেশের কোন ক্ষতি করেনি। এ কারণে তাদের বাংলাদেশি নাগরিকত্ব দেওয়ায় কোন বাধা থাকতে পারে না।   ৎরুধু ধযসবফ ংুবফ

পাকিস্তানের দৈনিক জং পত্রিকা থেকে অনুবাদ ওমর শাহ
riyaz-ahmed-syed



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি