আন্তর্জাতিক ডেস্ক :
ইরাক ও সিরিয়ায় জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) কল্পিত ‘রাষ্ট্র পরিচালনার নথি’ ফাঁস করেছে যুক্তরাজ্যভিত্তিক দৈনিক দ্য গার্ডিয়ান। এতে রাষ্ট্রের বিভিন্ন খাত নিয়ে আইএসের সুনির্দিষ্ট পরিকল্পনা স্থান পেয়েছে।
গার্ডিয়ানের বরাত দিয়ে এনডিটিভির খবরে বলা হয়, ‘প্রিন্সিপলস ইন দি অ্যাডমিনিস্ট্রেশন অব দি ইসলামিক স্টেট’ (আইএসের প্রশাসন নীতিমালা) নামের ওই নথি লিখেছেন আবু আবদুল্লাহ আল-মাসরি নামের এক মিসরীয়। ২০১৪ সালের জুলাই থেকে অক্টোবরের মধ্যে নথিটি লিপিবদ্ধ হতে পারে।
২৪ পৃষ্ঠার এ নথিতে ১০টি অধ্যায় রয়েছে। সেখানে শিক্ষা, প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা, শিল্প, কূটনীতি, প্রচারণা, সামরিক খাতসহ বিভিন্ন ক্ষেত্র নিয়ে আইএসের পরিকল্পনাগুলো তুলে ধরা হয়েছে।
আইএসের এ নথি নিয়ে জানতে চাইলে যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট ইউনিভার্সিটির জ্যেষ্ঠ গবেষক চার্লি উইন্টার গার্ডিয়ানকে বলেন, বিচারশক্তিহীন, রক্তপিপাসু বাহিনী থাকা সত্ত্বেও আইএসের জটিল, সুপরিকল্পিত অবকাঠামো আছে।