শুক্রবার,১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


এবার বন্ধ হলো টুইটার, স্কাইপ ও ইমো


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.১২.২০১৫

XSKlSSfyTm55-400x266
ডেস্ক রিপোর্টঃ

দীর্ঘ ২২ দিন বন্ধ থাকার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক তিন দিন আগে খুলে দেয়ার পর রোববার রাতে বন্ধ করে দেওয়া হয়েছে টুইটার, স্কাইপ ও ইমো।

সন্ধ্যা ৭টার দিকে দেশের সব মোবাইল অপারেটর ও টেলিকম সেবা প্রদানকারী প্রতিষ্ঠাগুলোকে চিঠি দিয়ে দ্রুত এ তিনটি মাধ্যমের সেবা বন্ধ করার নির্দেশ দেয় বিটিআরসি।

গত ১৮ নভেম্বর নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ফেসবুক, ভাইবার ও হোয়াটসঅ্যাপ বন্ধ করে দেয় সরকার।

প্রায় তিন সপ্তাহ বন্ধ রাখার পর গত ১০ ডিসেম্বর ফেসবুক খুলে দেওয়া হলেও ‘নিরাপত্তার স্বার্থে’ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভাইবার ও হোয়াটসঅ্যাপ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি