মঙ্গলবার,২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


নতুন বছরের চ্যালেঞ্জ টেস্ট ক্রিকেট


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.১২.২০১৫

cricket-p
ডেস্ক রিপোর্টঃ

বিদায়ের অপেক্ষায় ২০১৫ সাল। এ বছরটায় সাফল্যে মোড়ানো বাংলাদেশের ক্রিকেট। বিসিবির ওয়ার্কিং কমিটির চেয়ারম্যান এনায়েত হোসেন জানিয়েছেন, নতুন বছরের চ্যালেঞ্জ লংগার ভার্সনে বেশি ম্যাচ আদায়। এদিকে বিপিএল এর তৃতীয় আসর নিয়ে কম বেশি সমালোচনা থাকলেও নিরাপত্তা শঙ্কা জয় করে বিদেশি ক্রিকেটারদের অংশ গ্রহণ বোর্ডের জন্য বড় সাফল্য।

স্বপ্নের ২০১৫ সাল শেষ হতে আর মাত্র দুই সপ্তাহের কম সময় আছে। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল দিয়ে শুরু। আর শেষটাও জিম্বাবুয়ের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের সাফল্য দিয়ে। সম্প্রতি শেষ হয়েছে বিপিএল এর তৃতীয় আসর। তবে এত সাফল্য আর অর্জনের মাঝে আক্ষেপ বলতে টেস্ট স্ট্যাটাস প্রাপ্তির এক যুগ পরেও টেস্ট ক্রিকেটে টিম বাংলাদেশের সাদামাটা রূপ।

বিসিবির ওয়ার্কিং কমিটির চেয়ারম্যান এনায়েত হোসেন সিরাজ বলেন, টেস্ট খেলুরে দেশ আছে আমাদের নিয়ে দশটা। সে দশটার মধ্যে তারা নিজেরা নিজেরাই সবাই খেলতে থাকে। আমাদের যে খুব একটা সুযোগ আছে আমি দেখি না। আমাদের এখন পারফম্যান্স ভাল হচ্ছে। আমি মনে করি পারফম্যান্স দিয়েই কিন্তু আমাদের অবস্থান সৃষ্টি করতে হবে। কেউ দয়া করে কিছু দিবে না, আমাদেরকে আদায় করে নিতে হবে।

এনায়েত হোসেন সিরাজ আরও বলেন, পাওয়া আর দেওয়াটা হলো মোটামুটি দোতালি ব্যাপার আছে। ‘ইন দ্যা ফিল্ড অব দ্যা ফিল্ড’ এটা কথায়ই আছে। এখন যিনি বোর্ডের প্রেসিডেন্ট (নাজমুল হাসান পাপন) আছেন আমি মনে করি উনি অনেক সময় ক্রিকেট বোর্ডে দেন। আমি বুঝ করার জন্য কিছু বলছি না। কারণ আমার পাওয়া-দেওয়ার কিছু নাই। উনি আমাকে কিছু দিতে পারবেন না। কিন্তু আমরা তার কাছ থেকে অনেক কিছু পাচ্ছি। যেই যেই ফ্রেমগুলো দরকার তার জন্য উনি আমাদের সাথে আলাপ করেন।

এনায়েত হোসেন জানান মাঠের ক্রিকেটের সাফল্যের মূল কারণ একক পারফর্মারের উপর নির্ভরশীলত কমে আসা। আগে বাংলাদশের বোলিং স্পীন নির্ভর ছিল। কিন্তু এখন শক্তিশালি পেস বোলিং লাইনও দলকে করেছে ভারসাম্যপূর্ণ। ব্যক্তিগত পারফম্যান্স দিয়ে বেশি দূর আগানো যায় না, যদি টিম ওয়ার্ক ভাল না থাকে। আমি মনে করি এখন সবচেয়ে ভাল টিম ওয়ার্কের কাজটাই হচ্ছে।

ওয়ানডের সাফল্যে রঙিন ২০১৫ সাল তবে নতুন বছরের চ্যালেঞ্জটা ভিন্ন ফর্মেটে জ্বলে উঠার।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি