শনিবার,১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


জয়ের স্ট্যাটাসে ঝড় চলছেই: শহীদদের সংখ্যা নির্ণয়ের দাবি


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.১২.২০১৫

Capture58-400x445

ডেস্ক রিপোর্ট :

প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ফেসবুক পেজে খালেদা জিয়াকে নিয়ে মন্তব্য লেখায় চলছে তর্ক-বিতর্ক। ‘খালেদা পাকিস্তানে ফিরে যা’ জয়ের দেওয়া এই স্ট্যাটাসের পক্ষে বিপক্ষে চলছে সেই ঝড়। স্ট্যাটাসটির মন্তব্যে মুক্তিযুদ্ধে প্রকৃত শহীদের সংখ্যা নির্ণয়ের দাবিও উঠে এসেছে। তাদের বক্তব্য, ‘শহীদের সংখ্যা নির্ধারণ হয়ে গেলে, খালেদারা এসব বিষয়ে আর সন্দেহ করতে পারবে না।’

জয়ের এই বক্তব্যকে যেমন স্বাগত জানিয়েছেন অনেকে, ঠিক তেমনি এর তীব্র প্রতিবাদও করেছেন কেউ কেউ। অনেকে মনে করেন জয় খালেদা জিয়াকে ‘তুই’ সম্মোধন করে রাজনীতির শেষ ভদ্রতার কফিনেও পেরেক মেরেছেন। আবার কেউ মনে করছেন, মুক্তিযুদ্ধে শহীদদের প্রকৃত সংখ্যাটা সবারই জানা দরকার।

কাউসার আলম নামের একজন তার স্ট্যাটাস পড়ে কমেন্ট করেছেন, হাসিনা এবং খালেদা বহুদিন ধরেই অনেক বিষয় নিয়ে তর্ক বিতর্ক করেছেন। কিন্তু কখনোই কেউ কাউকে ‘তুমি’ ‘তুই’ বলে সম্বোধন করেন নি। রাজনীতির শেষ ভদ্রতার কফিনেও আজ পেরেক মারলেন জয় সাহেব? মানলাম, আপনি মায়ের কাছে ছিলেন না, ছোটবেলা থেকে ইন্ডিয়াতেই বড় হয়েছেন। তাই বলে, এই সামান্য ভদ্রতাটুকুও শেখেন নি?

জধংযরফ ঐধৎঁহ  লিখেছেন, জনাব জয়, আসসালামুআলাইকুম। আমি বিএনপিকে ভোট দেই। কেন দেই তা আপনার দলের নেতাদের চরিত্র দেখে। অনুসরন করার মত আমাদের শহরে একজনও নেতা নাই। যাক বেগম খালেদা জিয়া তার বক্তব্য যদি সত্যও বলে থাকেন তবুও এই মাসে না বলাই ভাল ছিল। কিন্তু আপনি একজন আধুনিক মনের মানুষ। বিজ্ঞান মনস্ক মানুষ। যে করেই হোক একটা জরীপ করা দরকার। কারণ রণাঙ্গনে যুদ্ধ করা অনেক মুক্তিযোদ্বাকেও বলতে শুনি যে ৩০ লক্ষ মানুষ শহীদ হননি। যদি ৩০ লক্ষ শহীদ না হন তবে রাজাকারের নাতি পুতিরা ভূয়া শহীদ পরিবার সেজে বিভিন্ন সুযোগ সুবিধা নিবে। যার নমুনা আমরা এখনই দেখতে পাচ্ছি। দয়া করে উপজেলা ওয়ারী শহীদদের নাম সংগ্রহ করে ওয়েবসাইটে দিলে জাতি উপকৃত হবে। রাজাকাররা আর সুযোগ পাবে না।

ঔড়ৎল ঔবৎলরং লিখেছেন, স্বাধীনতার ৪০ বছর পরে সাজানো স্বাক্ষী দিয়ে যুদ্ধাপরাধীদের বিচার করা গেলে করা গেলে নিহতদের তালিকা নয় কেন?

ঝধুধফঁষ ওংষধস ঝযধভর লেখেন, এখন আর সেই দিন নেই যে অলি সাহেবরা নিজের সুবিধা মত ইতিহাস বলবেন আর আমরা নতুন প্রজন্ম তাই শুনব। এখন আমরা বলবো আর অলি সাহেবরা ভাগবেন। নো কম্প্রোমাইজ উইথ রাজারকারস ইভেন দেয়ার সাপোর্টারসৃ..

শরীফ আহমেদ লিখেছেন, আগামীতে খালেদা-গয়েশ্বেররা ক্ষমতায় এলে আমাদের মুক্তিযুদ্ধকে অবমাননা করবেই করবে। এ ধরণের লোক যাতে রাজনীতির নামে জাতির অনুভুতিতে আঘাত করতে না পারে, অবমাননাকর বক্তব্য বন্ধে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য ‘হলোকাস্ট’ আইনের আলোকেই যত তাড়াতাড়ি সম্ভব একটা আইন করুন। আপনাদের কাছে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের মানুষের এই একটাই চাওয়া।

ণধসবহ গ. ঐড়য়ঁব লিখেছেন, সহমত। সেই সাথে জেনোসাইড ডেনায়াল ল পাশ করা এখন সময়ের দাবী হওয়া উচিৎ। কারণ মহান মুক্তিযুদ্ধ এবং শহীদদের আত্মত্যাগকে কটাক্ষ করা কোন প্রকার ‘বাকস্বাধীনতার’ এখতিয়ারে পড়ে না।

প্রসঙ্গত, গত ২৬ ডিসেম্বর রাত ২ টা ৩৭ মিনিটে ‘খালেদা পাকিস্তানে ফিরে যা’ জয়ের দেওয়া এমন স্ট্যাটাসের পক্ষে বিপক্ষে এখনো সর্বত্রই সমালোচনার ঝড় চলছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি