শুক্রবার,১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


স্বল্পসংখ্যক কম্পিউটারে চলবে ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.০১.২০১৬

140554oculus_rift2-400x224
প্রযুক্তি ডেস্ক :

আধুনিক প্রযুক্তির দুনিয়ায় অন্যতম আলোচিত বিষয় ভার্চুয়াল রিয়েলিটি। বেশ কয়েকটি টেক জায়ান্ট নতুন বছরে তাদের ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট বাজারে ছাড়তে চলেছে। এদের মধ্যে আছে ফেসবুকের অকুলাস রিফট। কিন্তু বিশেষজ্ঞদের মতে, ভিআর-এর বড় ধরনের সমস্যা আছে। এসব যন্ত্র চালাতে খুব বেশি কম্পিউটার নেই গোটা বিশ্বে।

ভিআর-এর ভবিষ্যত নিয়ে এ প্রতিবেদনটি তুলে ধরেছে ব্লুমবার্গ। এক হিসাবে বলা হয়, এ বছর পৃথিবীর মাত্র ১ কোটি কম্পিউটারে ভার্চুয়াল রিয়েলিটি প্রযুক্তি ব্যবহার করা যাবে। এনভিডিয়া এ তথ্য দেয়। কারণ ভিআর যন্ত্র চালানোর মতো গ্রাফিকস অন্যান্য পিসিতে নেই। রিসার্চ ফার্ম গার্টনার জানায়, ২০১৬ সালে বিশ্বের মোট ১.৪৩ বিলিয়ন পিসির ১ শতাংশের ভিআর হেডসেট চালানোর ক্ষমতা রয়েছে।

ভিআর হেডসেট বিস্ময়ক ত্রিমাত্রিক পরিবেশ তৈরি করে। এ পরিবেশে ঢুকে যেতে পারেন ব্যবহারকারী। ২০১৬ সালের ৬ জানুয়ারিতে লাস ভেগাসে অনুষ্ঠিতব্য কনজ্যুমার ইলেকট্রনিক্স ট্রেড শো-তে মূল আকর্ষণ হবে ভিআর হেডসেট। প্রায় ৪০টি প্রতিষ্ঠান এগুলো প্রদর্শন করবে। গত বছরের চেয়ে ভিআর প্রদর্শনের হার বেড়েছে ৭৭ শতাংশ। এপ্রিলেই এইচটিসি তাদের ভাইভ নামের ভিআর সেট বাজারে আনতে চলেছে।

গবেষণা প্রতিষ্ঠান আএইচএস-এর বিশ্লেষক পিয়েরস হার্ডিং রোলস বলেন, এ প্রযুক্তি আধুনিক যুগে বড় ধরনের পরিবর্তন আনবে। তবে বুঝতে হবে, কতটা স্বল্প সময়ের মধ্যে একে আমরা গ্রহণ করে নিতে পারি। আবার এটা কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে, তাও একটি জরুরি বিষয়। ভিআর হেডসেট মানুষের কল্পনাশক্তিকে অনন্য রূপ দেবে। এ কথা স্বীকার করেছেন অনেকেই। তারা আধুনিক হেডসেটগুলো পরীক্ষা করে দেখেছেন। এটি চোখে লাগিয়ে একটা সরু মই বেয়ে এভারেস্টে চড়ার অনুভূতি ব্যাখ্যা করা সম্ভব নয়। অথবা একটি জাহাজের ডেকে বসে রয়েছেন। আশপাশে দেখছেন বিশাল সব তিমি। এসব বাস্তব দৃশ্যকে ত্রিমাত্রিক চিত্রে দেখানো খুবই কঠিন বিষয়। এতে সত্যিকার করে তুলতে উচ্চপ্রযুক্তির হার্ডওয়্যারের কারিগরি রয়েছে। তাই এগুলো ব্যবহারে উন্নতমানের কম্পিউটার থাকতে হবে।

এদিকে ফেসবুক বলেছে, তাদের অকুলাস রিফট চালাতে হলে পিসিতে এনভিডিয়া জিফোর্স ৯৭০ অথবা এএমডি রেডিওন ২৯০ মডেলের গ্রাফিকস কার্ড লাগবে। আমেরিকার বাজারে প্রতিটির দাম ৩০০ ডলার। এই দামে একটি এক্সবক্স বা প্লেস্টেশন ৪ মিলতে পারে। শুধু গ্রাফিকট কার্ডই নয়, অকুলাস রিফট চালাতে ইন্টেল আই৫-ক্লাস প্রসেসর প্রয়োজন। মেমোরি লাগবে ৮ গিগাবাইট। এ ছাড়া দুটো ইউএসবি ৩.০ পোর্ট লাগবে।

এমন উচ্চমানের যন্ত্রপাতির প্রয়োজন এনমিতেই পড়েনি। আগের ভিআর যন্ত্রগুলো ব্যবহারকারীর মধ্যে মোশন সিকনেস তৈরি করেছিল। কারণ ব্যবহারকারীর নড়াচড়ার সঙ্গে ভার্চুয়াল নড়াচড়া মিলছিল না। একে ঠিক করতেই উন্নত যন্ত্রের প্রয়োজন। নয়তো মস্তিষ্ক ভার্চুয়াল রিয়েলিটির দৃশ্য স্বাভাবিকভাবে নিতে পারবে না। এনভিডিয়া মনে করছে, ভিআর হেডসেট কম্পিউটারের বাজারকে আবারো চাঙ্গা করবে। ২০২০ সাল নাগাদ ভিআর চালাতে সক্ষম কম্পিউটারের সংখ্যা ১০০ মিলিয়নে পৌঁছবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি