রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


চাকরির প্রথম বছরে করণীয়


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.০১.২০১৬

photo1

স্টাফ রিপোর্টারঃ

সৌভাগ্যবান না হলে এ বাজারে খুব কম মানুষই আছে, যে বেকারত্বের যন্ত্রণা না সহ্য করে চাকরি পেয়েছে। জুতার সুকতলা নষ্ট করে, কপালে ভাঁজ ফেলে, সার্টিফিকেটগুলো আরও মলিন করে কত কাঠখড় পুড়িয়েই না জোটে ‘সোনার হরিণ’।

চাকরির প্রথম বছরটা খুব গুরুত্বপূর্ণ। শুরুতে যা শিখবেন, ওই ভিতটাই কাজে দেবে পরবর্তীকালে। তাই প্রথম বছরটাই সজাগ থাকুন। ভালো কাজের পাশাপাশি হয়ে উঠুন দক্ষ কর্মী, ভালো সহকর্মী।

চাকরি করুন পুরো বছরটা
প্রথম চাকরি কমপক্ষে এক বছর করুন। যত সমস্যাই থাক, এক বছরের আগে চাকরি ছাড়ার কথা ভাববেন না। কারণ প্রথম বছরেই অনেক কিছু শেখার থাকে। তাই এক বছরের আগে চাকরি ছাড়লে পরে যেখানে জয়েন করতে যাবেন, ওই কোম্পানি ভাবতেই পারে আপনার শেখার ইচ্ছা কম বা আপনি মানিয়ে নিতে পারেন না।

গুরুত্বপূর্ণ সময়ানুবর্তিতা
অফিসের সব কাজ সময়মতো করুন। অফিসে পৌঁছানো থেকে শুরু করে প্রজেক্ট রিপোর্ট জমা দেওয়া, কোনো কাজ সময় পেরিয়ে যাওয়ার পর করবেন না। কাজ হয়ে গেলেই বেরিয়ে যাবেন না। অন্য সহকর্মীদের কোনো সাহায্যের প্রয়োজন আছে কিনা, তা জেনে নিন। তাদের সঙ্গে বেশিক্ষণ থাকলে বেশি কাজ শিখতে পারবেন।

নাম ভোলার নয়
অফিসে সহকর্মী সবার নাম মনে রাখার চেষ্টা করুন। তারপর তাদের সম্পর্কে অল্প কিছু ইনফো জেনে রাখুন। কে কোথায় থাকেন, কোথাকার ছাত্র ছিলেন, কোন ডিপার্টমেন্ট দেখেন, কার মেজাজ কেমনÑ এ বিষয়ে কিছুটা জেনে রাখলে আখেরে আপনারই সুবিধা হবে।

অবশ্যই বেশি কাজ করুন
প্রথম একটা বছর একটু বেশি কাজ করুন। চাকরির অ্যাগ্রিমেন্টে যা লেখা আছে, ওই কাজ করার সঙ্গে সঙ্গে যেটি লেখা নেইÑ তাও করার চেষ্টা করুন। নিজের কাজ হয়ে যাওয়ার পর সহকর্মীদের ব্যক্তিগত কোনো কাজেও সাহায্য করুন। অফিসে নতুন কোনো টেকনোলজির ব্যবহার শুরু হলে তা দ্রুত আত্মস্থ করুন। এতে হয়তো আপনার বাড়ি ফিরতে কিছুটা রাত হবে। কিন্তু এক বছর পর এরই ফল পাবেন।
খাবার ভাগ করে নিন
একসঙ্গে লাঞ্চ করুন। আপনার সুপারভাইজর বা সিনিয়র কলিগদের এড়িয়ে যাবেন না। কারণ এটাই শ্রেষ্ঠ সময় পজিটিভ রিঅ্যাকশন তৈরি করার।

নিজেকে গুটিয়ে নয়, উজাড় করে দিন
প্রথম এক বছর যে কাজই করবেন, নিজের শ্রেষ্ঠটা দেওয়ার চেষ্টা করুন। কিছুদিন সিনিয়ররা কীভাবে কাজ করছেন, তা পর্যবেক্ষণ করুন। তারপর ওই অনুযায়ী নিজের কাজটা করুন।

অফিসে যাদের এড়িয়ে চলবেন
অফিসে মিথ্যুক, শর্ট-কাট মাস্টার, ফ্যামিলি পারসন, প্রবলেম চাইল্ড ও আয়েশিদের এড়িয়ে চলবেন। তারা আপনার উপকার তো করবেই না, উল্টো পদে পদে সমস্যায় ফেলবে।

অফিসকে কলেজের থেকে আলাদা করুন
কলেজ আর অফিস বিস্তর ফারাক। এখানে কলেজের মতো বছরে একবার পরীক্ষা হয় না। অফিসে রোজই পরীক্ষা। প্রতিদিনের পারফরম্যান্সের ওপর নির্ভর করবে আপনার টিকে থাকা।

বস সম্পর্কে নলেজ রাখুন
মনে রাখবেন, বস আপনার বন্ধু বা আত্মীয় নন। তার ব্যবহার যতই বন্ধুত্বপূর্ণ হোক না কেন, আপনার কাজটাই শেষ পর্যন্ত কথা বলবে।

হয়ে উঠুন প্রফেশনাল
প্রফেশনাল হয়ে উঠুন। শুধু কাজ নয়, পোশাক, ম্যানার্স, চলাফেরা, কথা বলাÑ সবকিছুতে প্রফেশনাল হয়ে উঠুন। নিজের লক্ষ্যে পৌঁছানোর সঙ্গে সঙ্গে পুরো টিমকেও এগিয়ে নিয়ে চলার চেষ্টা করুন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি