মঙ্গলবার,২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


জিতলেও পারফরম্যান্সে সন্তুষ্ট নন মাশরাফি


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.০১.২০১৬

 

2016_01_15_22_15_34_M7Gx9wFQe92NmezGb0aqX7ZbGs7dYK_original

জয় দিয়ে নতুন বছর শুরু করেছে বাংলাদেশে দল। চার ম্যাচের টি২০ সিরিজের প্রথমটিতে চার উইকেটে জয় পেয়েছে টাইগাররা। ম্যাচে আট বল হাতে রেখে জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিকরা। তারপরও বাংলাদেশের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট হতে পারছেন না অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। বোলিং-ব্যাটিংয়ে আরো ভালো করার প্রয়োজন ছিল বলে মনে করেন স্বাগতিক অধিনায়ক।

শুক্রবার ম্যাচ শেষে মাশরাফি বলেন, ‘এটা ঠিক, আমরা আপ টু দা মার্ক ছিলাম না। ব্যাটিংয়ে প্রথমে রান আউট, পরে মুশফিক ও সাব্বির যদি না আউট হত, তাহলে ১৭-১৮ ওভারেই খেলা শেষ হয়ে যেত।’

বাংলাদেশ দল শেষের দিকে আতংকিত হয়নি, এটা খুবই গুরুত্বপূর্ণ। এ বিষয়ে তিনি বলেন, ‘আগের ম্যাচগুলোতে দেখা গেছে আমরা তাড়াহুড়ো করতে গিয়ে আউট হয়েছি। এবার ততটা হয়নি। তবে বোলিংয়ে শুরুর দিকে আরো ভালো করতে হবে। উইকেটও ভালো ছিল। এই ধরণের উইকেটে খেলা আমাদের জন্য ভালো। সব মিলে পারফরম্যান্সে কিছুটা কমতি ছিল। কিন্তু বড় স্কোর তাড়া করে জিতেছি পরে, এই আত্মবিশ্বাস থাকবে।’

টি২০ ক্রিকেটে অভিষিক্ত শুভাগত হোম চৌধুরীকে দলে নেয়া হয়েছিল বোলিং অলরাউন্ডার হিসেবে। কিন্তু এই ডানহাতি স্পিনারকে দিয়ে বোলিংই করাননি মাশরাফি। এটা নিজের ভুল হিসেবে স্বীকার করছেন স্বাগতিক অধিনায়ক।

এ বিষয়ে মাশরাফি বলেন, ‘শুভাগতকে যে কারণে দলে নিয়েছি, সেভাবে আমি তাকে দিয়ে বোলিং করাতে পারিনি। বোলিং করানো উচিত ছিল। তবে ওই মুহূর্তে আমার মনে হয়েছিল রিয়াদ ও সাব্বির ভালো হবে। তাই শুভাগতর বোলিংয়ে আর দেখতে পারিনি।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি