মঙ্গলবার,২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


বাংলাদেশ, ১৪৯/৩


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.০১.২০১৬

20150424091324
ডেস্ক রিপোর্টঃ

জিম্বাবুয়ের বিপক্ষে চার ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে ব্যাটিং করছে বাংলাদেশ। ১৮ ওভার শেষে স্বাগতিকদের সংগ্রহ ৩ উইকেটে ১৪৯ রান। সাব্বির রহমান ৪১ ও সাকিব আল হাসান ১২ রানে ক্রিজে আছেন।

রোববার বিকাল তিনটায় খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছে।

প্রথম ম্যাচের একাদশ নিয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ। তবে জিম্বাবুয়ে দলে তিনটি পরিবর্তন আনা হয়েছে। এল্টন চিগুম্বুরার পরিবর্তে আজকের ম্যাচে অধিনায়কত্ব করছেন হ্যামিল্টন মাসাকাদজা। বাদ পড়েছেন লুক জংওয়ে ও সিকান্দার রাজা। তাদের পরিবর্তে এই ম্যাচে দলে ঠাই পেয়েছেন রিচমন্ড মুতুম্বামি ও নেভিল মাদজিভা।

প্রথম ম্যাচ ৪ উইকেটে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। পয়মন্ত ভেন্যু খুলনা বলে আজও জয়ের প্রত্যাশায় রয়েছে টাইগার সমর্থকরা।

বাংলাদেশ দল : তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান রুম্মান, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, শুভাগত হোম, কাজী নুরুল হাসান সোহান, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), আল-আমিন হোসেন ও মুস্তাফিজুর রহমান।

জিম্বাবুয়ে দল : হ্যামিল্টন মাসাকাদজা (অধিনায়ক), ভুসি সিবান্দা, পিটার মুর, সেন উইলিয়াস, রিচমন্ড মুততুম্বামি, ম্যালকম ওয়ালার, তাউরাই মুজারাবানি, নেভিল মাদজিভা, ব্রিয়ান ভিটোরি, ওয়েলিংটন মাসাকাদজা ও গ্রায়েম ক্রেমার।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি