শুক্রবার,১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


আরো উন্নত হয়ে ফিরছে ফিলামেন্ট বাল্ব


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.০১.২০১৬

CF-BULB-P-400x255

ডেস্ক রিপোর্টঃ

পৃথিবীর বিভিন্ন দেশেই ধীরে ধীরে এর ব্যবহার কমে আসছে ফিলামেন্ট ওয়ালা যে সাবেকি বৈদ্যুতিক বাল্ব। কারণ, এই বাল্বগুলোতে বিদ্যুতের অপচয় হয় বেশি ফলে ইদানিং তার জায়গা দখল করে নিচ্ছে নানা ধরনের এন্যার্জি সেভিং বাল্ব। বহু দেশের সরকার এনার্জি সেভিং বাল্বের ব্যবহার বাড়াতে নানা পদক্ষেপ নিচ্ছে। কিন্তু এখন আমেরিকার একদল গবেষক বলছেন তারা ঐ সাবেকি বাল্ব যাকে ইনক্যান্ডিসেন্ট লাইট বাল্ব বলা হয়, তাতে বিদ্যুতের অপচয় কমানোর এক চমৎকার পদ্ধতি বের করেছেন। এ পদ্ধতিতে মূলত অপচয় হওয়া শক্তিটাকে আবার রিসাইকেল করা সম্ভব হচ্ছে। আর এই গবেষণায় নেতৃত্ব দিয়েছেন স্যামাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির অগ্নি ইয়েন এলিস।

অগ্নি ইয়েন এলিস বলেন, ‘আমরা ইনক্যান্ডিসেন্ট লাইট বাল্বের ফিলামেন্টটা নিয়ে তাকে নতুন নকশায় তৈরি করেছি। এতে আলোর অবলোহিত অংশটা আবার ফিরে আসছে ফলে সেটা আর শুধু শুধু নষ্ট হচ্ছে না। যার জন্য এই বাল্বগুলো এখন অনেক কম বিদ্যুৎ খরচ করছে। অথচ তা থেকে আমরা আগেরমতই শক্তিশালি ও জোরালা আলো পাচ্ছি।

এমআইটি বিজ্ঞানীদের এই গবেষণার তথ্য বিস্তারিত প্রকাশিত হয়েছে বৈজ্ঞানিক জার্নাল ন্যাচার ন্যানো টেকনোলজিতে। সেখানে ঐ গবেষকরা জানিয়েছেন নতুন ডিজাইনের ফিলামেন্ট ব্যবহার করেই এর মধ্যে তিনটি  ক্রোকটাইল বাল্ব তৈরি করেছেন। যেগুলো সাধারণ ইনক্যান্ডিসেন্ট বাল্ব থেকে তিনগুন বেশি বিদ্যুৎ সাশ্রয়ী।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব রিনিউএবল এ্যানার্জির প্রধান বিজ্ঞানী ড.সাইফুল হক বলেন, ফিলামেন্ট বাল্বের দুইটা ব্যাপার আছে। একটা হল এই বাল্বে তাপ শক্তি হল শতকরা ৯২ ভাগ আর আলো শক্তি হল শতকরা ৮ ভাগ। তার মানে ৯২ ভাগ শক্তি কোন কাজে আসে না। এই জন্য আমরা ফিলামেন্ট বাল্বকে অদক্ষ বাল্ব বলি। কিন্তু এখন বাজারে যে ধরনের সিএফএল বাল্ব পাওয়া যায় সেগুলো অনেক বৈদ্যতিক শক্তি খরচ কম করে।

সাইফুল হক বলেন, আমি শুনেছি এমআইটিতে একটা আবিষ্কার হয়েছে সেখানে বাল্বের বিষয়ে প্রযুক্তির উন্নয়ন ঘটাচ্ছেন। এখানে প্রধান যে ইস্যু সেটা হল বাল্বের ভেতরে যে ফিলামেন্ট আছে সেটা পরিবর্তন করে, বাইরের কাঠামো ঠিক রাখা সম্ভব হচ্ছে। তাতে করে ব্যবসায়ী ও ব্যবহারকারীরা উভয়ে লাভবান হবে।

সিএফএল বাল্বের বিষয়ে ড. সাইফুল হক বলেন, সিএফএল বাল্বের অনেকগুলো খারাপ গুণ আছে। তারমধ্যে একটা হল, এর মধ্যে মার্কারি আছে যেটা পরিবেশ এবং মানুষের স্বাস্থের জন্য ক্ষতিকর। সিএফএল বাল্বে প্রথমে আলো ভাল থাকে তারপরে আলোটা আস্তে আস্তে কমে যায়। এর ফলে আামদের চোখের উপরে একটা চাপ পরে। সে কারণে এখন সিএফএল বাদ দিয়ে এখন সবাই আমরা এলইডি বাতি ব্যবহারে বেশি গুরুত্ব দিচ্ছি। কিন্তু ইনক্যান্ডিসেন্ট বাতির কোন স্বাস্থ্য ঝুঁকি নেই। আমরা যদি সাশ্রয়ী ফিলমেন্ট দিয়ে ইনক্যান্ডিসেন্ট বাল্ব তৈরি করতে পারি তাহলে সেটাই হবে সবচেয়ে সাশ্রয়ী বাল্ব।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি