মঙ্গলবার,২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


বাংলাদেশ ৬৯/২


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.০১.২০১৬

gim-400x214
ডেস্ক রিপোর্টঃ

টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নামে জিম্বাবুয়ে। তারা ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৮৭ রান সংগ্রহ করে। অর্থাৎ সিরিজ জিততে হলে এই ম্যাচে বাংলাদেশকে করতে হবে ১৮৮ রান। জয় পেতে হলে দায়িত্বটা ভালোমতো পালন করতে হবে এবার ব্যাটসম্যানদের।

শুরুতেই আক্রমণাত্মক হয়ে ওঠা মাসাকাদজাকে মোসাদ্দেকের ক্যাচ বানিয়ে প্যাভিলিয়নের পথ দেখালেন অভিষিক্ত মোহাম্মদ শহিদ। ইনিংসের তৃতীয় ওভারের শেষ বলে মোসাদ্দেকের দুর্দান্ত ক্যাচে ফেরত যান তিনি।

প্রথমবারের মতো কোনো টেস্ট খেলুরে দেশের বিপক্ষে টি-২০ সিরিজ জয়ের হাতছানি। জয়ের জন্য তাই মুখিয়ে আছে টাইগাররা। সিরিজ জয়ের তৃতীয় ম্যাচে প্রথমেই ‘বায়না’ জুড়েছে ‘অসময়ের’ বৃষ্টি। তবে সময়মতোই খুলনায় শুরু হয়েছে বাংলাদেশ-জিম্বাবুয়ের তৃতীয় টি২০ ম্যাচ।

বৃষ্টির কারণে বুধবার টস পরে হয়। কিন্তু সাত ওভার খেলা হওয়ার পর আবারও বৃষ্টি শুরু হয় এতে কিছুক্ষণ খেলা বন্ধ থাকে। বৃষ্টি শেষে আবারো খেলা শুরু।

টস জিতে জিম্বাবুয়ের অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। আজও দলে নেই জিম্বাবুয়ের নিয়মিত অধিনায়ক এল্টন চিগুম্বুরা।

বাংলাদেশ দলে পাঁচটি পরিবর্তন আনা হয়েছে। চার ক্রিকেটারের অভিষেক হয়েছে। তারা হলেন আবু হায়দার রনি, মোহাম্মদ শহীদ, মুক্তার আলী ও মোসাদ্দেক হোসেন সৈকত।

এ ছাড়া টি-টোয়েন্টি দলে ফিরেছেন ইমরুল কায়েস। শেষ ম্যাচ থেকে একাদশের বাইরে আছেন তামিম ইকবাল, মুস্তাফিজুর রহমান, আল-আমিন হোসেন, শুভাগত হোম ও মুশফিকুর রহিম।

জিম্বাবুয়ে দলে দুটি পরিবর্তন এসেছে। দলে এসেছেন সিকান্দার রাজা ও টেন্ডাই চিসোরো। বাদ পড়েছেন নেভিল মাদজিভা ও ওয়েলিংটন মাসাকাদজা।

বাংলাদেশ দল: ইমরুল কায়েস, সৌম্য সরকার, সাব্বির রহমান, মাহমদুউল্লাহ, সাকিব আল হাসান, কাজী নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন সৈকত, মুক্তার আলী, মাশরাফি বিন মুর্তজা, আবু হায়দার রনি, মোহাম্মদ শহীদ।

জিম্বাবুয়ের দল: ভুসি সিবান্দা, হ্যামিল্টন মাসাকাদজা, পিটার মুর, রিচমন্ড মুতুম্বামি, শন উইলিয়ামস, ম্যালকম ওয়ালার, সিকান্দার রাজা, লুক জংওয়ে, গ্রায়েম ক্রেমার, মুজারাবানি, টেন্ডাই চিসোরো।

প্রসঙ্গত, প্রথম দুই ম্যাচ জিতে চার ম্যাচ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি