শুক্রবার,১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


নুন জলেই চার্জ হবে স্মার্টফোন!


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.০১.২০১৬

nun-charjer-400x224
ডেস্ক রিপোর্টঃ

ট্রেনে-বাসে, রাস্তা ঘাটে মোবাইলে চার্জ দেওয়ার জন্য অনেকেই আজকাল পাওয়ার ব্যাঙ্ক ব্যবহার করে থাকেন৷ যেখানে দিনের পর দিন ফোনের উন্নতি হয়ে চলেছে৷ সেখানে চার্জারই বা পিছিয়ে থাকে কেন!

স্মার্টফোন চার্জ করার জন্য তাই বাজারে আসছে আরও উন্নত মানের ডিভাইস৷ যা তৈরি হয়েছে নুন জল ও অক্সিজেনের মিশ্রনে৷

জেএইউ কোম্পানির তৈরি এই ডিভাইসটি বিশ্বের সবচেয়ে ছোট চার্জার৷ এটি দেখতে অনেকটা এটিএম কার্ডের মত। ডিভাইসটির নাম দেওয়া হয়েছে পাওয়ার কার্ড। এই পাওয়ার কার্ড ১৮০০ মিলি অ্যাম্ফিয়ার ব্যাটারির সমান ইলেকট্রিক তৈরি করতে পারে। ফলে এটি দিয়ে আইফোন ৬ এসের মত ফোন সহজে চার্জ দেওয়া যায়। শুধু তাই নয়, এটি দিয়ে ট্যাবলেট এবং কম্পিউটারও চার্জ দেওয়া যাবে। চলতি বছরই পাওয়ার কার্ডটির আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গিয়েছে৷



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি