রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ফল দিয়ে রূপচর্চা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.০১.২০১৬

fol-style20160120055048-400x208

ডেস্ক রিপোর্ট : ত্বকের নানারকম সমস্যা থেকে মুক্তি পেতে বেছে নিতে পারেন প্রাকৃতিক পদ্ধতি। যাদের প্রতিদিন কোনো না কোনো কাজে বাইরে বের হতে হয় নানা কাজের প্রয়োজনে তাদের ধুলা-ময়লা এড়িয়ে যাওয়া খুব একটা সম্ভব নয়। আর তাই আবহাওয়ার বিরূপ প্রভাব থেকে ত্বককে রক্ষার জন্য সাহায্য নিতে পারেন ঘরোয়াভাবে তৈরি ফলের মাস্কের। এতে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই, খুব সহজেই হাতের কাছে পাওয়া যায়। যে কোনো রকমের ত্বকের সমস্যা অনায়াসেই সারিয়ে তোলা সম্ভব নিয়মিত ফলের তৈরি মাস্কের সাহায্যে।

কমলা
কমলার খোসা শুকিয়ে গুঁড়া করে জারে রেখে দিতে পারেন। প্রতিদিন পানির সঙ্গে এ গুঁড়া মিশিয়ে লাগাতে পারে।

আপেল
আপেলের জুসের সঙ্গে ভিনেগার মিশিয়ে চুলের রং তৈরি করা যায়। এছাড়া আপেলের সঙ্গে মধু অথবা দুধ মিশিয়ে ফেসমাস্ক তৈরি করে মুখে লাগান। এতে আপনার মুখম-লের সৌন্দর্য বৃদ্ধি পাবে।

এপ্রিকোট
শুষ্ক, খসখসে ও মৃত ত্বক জীবন্ত করতে এপ্রিকোট বেছে নিতে পারেন। এপ্রিকোট মধু বা দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে ফেসমাস্ক তৈরি করুন।

কলা
মুখের দাগ দূর করার জন্য কলার বিকল্প নেই। পাকা কলা, মধু, দই বা দুধ ভালো করে মিশিয়ে পেস্ট তৈরি করে নিয়ে মুখে লাগান। কলা ও দই দিয়ে পেস্ট তৈরি করে ত্বকে লাগালে নরম ত্বকের অধিকারী হবেন। এ প্যাকটি চুলের জন্যও উপকারী।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি