রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


বইয়ের স্টল বন্ধ করা কি পুলিশের কাজ?


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.০২.২০১৬

Boi-Mela-400x240
ডেস্ক রিপোর্টঃ

একুশে বই মেলায় ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা একটি বইয়ের স্টল বন্ধ করায় পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়েছে। আপত্তিকর বিষয় সম্বলিত বইয়ের ব্যাপারে প্রচলিত আইন ও বই মেলার নীতি দুটোতেই বাঁধা রয়েছে ।

বইয়ের স্টল বন্ধ করে পুলিশের আচরণ ছিল অযৌক্তিক কারণ বই মেলার নীতি অনুযায়ী প্রকাশককে কোন আগাম নোটিশ বা সময়সীমা দেওয়া হয়নি। আয়োজকরাও নিশ্চিত করে যে ,যখন স্টলটি তল্লাশি করা হয় তখন তারাও কোন আনুষ্ঠানিক অভিযোগপত্র পায়নি।

বদ্বীপ পাবলিকেশনের প্রকাশক সামসুজ্জোহা মানিক রচিত ইসলামিক আলোচনার উপর রচিত ইসলাম বিকৃত নামক বই নিয়ে সামাজিক মাধ্যমে মানুষের অভিযোগের প্রেক্ষিতে পুলিশ এই স্টলটি বন্ধ করে দেয়। মেলার নিরাপত্তার প্রতি হুমকি হতে পারে বলে ধর্মীয় বিষয় সংবলিত অন্যান্য প্রকাশনাগুলোও ছিনিয়ে নেয়া হয়।

উদ্বেগের বিষয় হলো, পুলিশ বই মেলার নীতি একেবারেই মানেনি। যদি মানত তবে উদ্বেগজনক বইগুলোকে আদালতের বিষয় বলে বিবেচনা করতে পারত। ফেসবুকের নেতিবাচক মন্তব্যের ভিত্তিতেই পুলিশ স্বেচ্ছাচারী আচরণ করে সেগুলো কেড়ে নেওয়া বা স্টল বন্ধ করে দিতে পারে না।

এটি মেলায় ধর্মীয় উগ্রপন্থীদের হুমকির মুখে থাকা লেখকদের সর্বোচ্চ নিরাপত্তার বিষয়টিকে নষ্ট করে দিয়েছে।
এমন কতৃত্বপূর্ণ আচরণের মাধ্যমে পুলিশ যে শুধু  নিজের ক্ষমতাকেই লঙ্ঘন করছে তা নয়। যেসব সংগঠন বা ব্যক্তি লেখকদের জন্য হুমকিস্বরূপ এবং যারা প্রত্যেকের মত প্রকাশের স্বাধীনতাকে অস্বীকার করে তাদেরকেও সুযোগ করে দেওয়ার শামিল। ঢাকা ট্রিবিউন থেকে অনূদিত



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি