সোমবার,২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ভুল প্রশ্ন প্রত্রে এসএসসি পরীক্ষা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.০২.২০১৬

ডেস্ক রিপোর্টঃ

সাভারের ধামরাইয়ে একটি এসএসসি পরীক্ষা কেন্দ্রে ভুল প্রশ্নপত্রে পরীক্ষা নেয়ার অভিযোগ উঠেছে।

শিক্ষর্থীরা বলছে, দুই বছর আগের নৈর্বক্তিক প্রশ্নপত্রে পরীক্ষা দিয়েছে ৭১ জন। ফলাফল নিয়ে দু:শ্চিন্তায় তারা। প্রতিবাদে মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করেছে ক্ষুব্দ অভিভাবকরা।

যদিও উপজেলা শিক্ষা কর্মকর্তা আশ্বাস দিয়েছেন, এতে দু:শ্চিন্তায়  কিছু নাই। এ বিষয়টি বোর্ডকে জানানো হয়েছে। ধামরাই এর সোবহান মডেল হাইস্কুল এই কেন্দ্রে ব্যবসায়ী উদ্যোগ বিষয়ে পরীক্ষা দিচ্ছে ১০৮ জন। কিন্তু ভুল প্রশ্নপত্রে পরীক্ষা নেয়ার অভিযোগ তুলেছে র্শিক্ষার্থীরা।

তারা বলছে, ২০১৬ সালের প্রশ্নপত্রের  জায়গায় ৭১ শিক্ষার্থীকে দেয়া হয় দুই বছর আগের প্রশ্নপত্র। পরীক্ষা শেষে বিষয়টি নজরে আসে কেন্দ্র পরিদর্শকেরও। এতে দু:শ্চিন্তায় পড়ে শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা বলে, আমরা যা পড়ে এসেছি তার সাথে কোন কিছুর মিল নাই। তাদের প্রশ্ন হল ভুল হলে সব হলে আসবে কিন্তু তা কেন দুইটা হলে আসল। শিক্ষার্থীদের পাশাপাশি উৎকন্ঠায় অভিভাবকরা। ফলাফল নিয়ে দেখা দিয়েছে শংঙ্কা। এ ঘটনার প্রতিবাদে মানববন্ধন করে কর্তৃপক্ষকে স্মারকলিপি দিয়েছে শিক্ষার্থীরা।

অভিভাবকরা বলেন, ছেলেমেয়েরা ভয় পেয়ে গেছে। আগামী পরীক্ষাগুলো কেমন হবে তা অনিশ্চিত। উপজেলা শিক্ষা কর্মকর্তা জানান ভুল প্রশ্নপত্রে পরীক্ষা নেয়ার ব্যাপারটি বোর্ডে জানানো হয়েছে। তার দাবি আরও কয়েকটি জায়গায় একই রকম ভুল হয়েছে।

ধামরাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন বলেন, শিক্ষার্থীদের যাতে কোন ক্ষতি না হয় সেদিকে লক্ষ্য নিয়ে আমরা উপযুক্ত ব্যবস্থা নেব। ইতি মধ্যে অভিযুক্ত ৭ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি