সোমবার,২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


তনুর হত্যাকারীদের ফাঁসির দাবিতে উত্তাল কুমিল্লার রাজপথ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.০৩.২০১৬

tono-1

ইমতিয়াজ আহমেদ জিতু ঃ

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের অনার্স ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী সোহাগী জাহান তনুর হত্যাকারীদের ফাঁসির দাবিতে আন্দোলন ও বিক্ষোবে উত্তাল হয়ে উঠেছে কুমিল্লা। গত তিনদিনে মহাসড়ক অবরোধ, মানববন্ধন ও নগরীর প্রধান প্রাণ কেন্দ্রে কান্দিরপাড়ে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে শিক্ষার্থী ও সাধারণ জনগণ।

tono-2

বৃহহস্পতিবার ২৪ মার্চ সকাল সাড়ে ১০ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত শহরের প্রাণকেন্দ্র কান্দিরপাড়ের পূবালী চত্ত্বরে সর্বস্তরের জনগণ, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী , কুমিল্লার নাট্যসংগঠন, সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ জমায়েত হয়ে তনুর হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করে।

tono-6

বিক্ষোভ সমাবেশ চলাকালে গুরুত্বপূর্ণ এ সড়কটিতে সকল প্রকার যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার ইমতিয়াজ আহমেদ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থার আশ্বাস দিলে বিক্ষোভ সমাবেশ শেষ করে আন্দোলনকারিরা।

tono-10
বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনে অংশ নেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের বিভিন্ন শিক্ষার্থীবৃন্দ, ভিক্টোরিয়া কলেজ থিয়েটার, কুমিল্লা সরকারি কলেজের শিক্ষার্থীবৃন্দ, কুমিল্লা সরকারি কলেজ থিয়েটার, বিভিন্ন বন্ধুসভা ও নাট্য সংগঠনসহ বিভিন্ন স্তরের জনগণ।

tono-12

উল্লেখ্য যে, সোমবার (২০ মার্চ) রাত সাড়ে ১০ টায় কুমিল্লা সেনানিবাসের ভেতরে একটি কালভার্টের পাশ থেকে সোহাগীর (১৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহত সোহাগী কুমিল্লার মুরাদনগরের বাঙ্গরার পশ্চিম ইউনিয়নের মির্জাপুর গ্রামের  বাসিন্দা ইয়ার হোসেনের মেয়ে। ইয়ার হোসেন ময়নামতি সেনানিবাস এলাকায় অলিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী। সেই সুবাদে সোহাগীরা অনেক দিন ধরেই অলিপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছে। দুই ভাই এক বোনের মধ্যে সোহাগী মেঝো।

জানা গেছে, সোহাগী সোমবার বিকেলে অলিপুরে প্রাইভেট পড়ার জন্য বাসা থেকে বের হয়। সন্ধ্যায় বাড়িতে ফিরে না আসায় বাড়ির লোকজন তাকে অনেক খোঁজাখুঁজি করে। পরে রাত সাড়ে ১০টার দিকে সেনানিবাসের কালা পানির ট্যাংকি সংলগ্ন কালভার্টের পাশে ঝোপঝাড়ের ভেতর সোহাগীর মরদেহ নগ্ন অবস্থায় পড়েছিলো। নাক দিয়ে রক্ত ঝরছিলো। মোবাইল ফোনটিও পড়েছিল পাশে। পরদিন সকালে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

tono-13

তনু হত্যার পর থেকেই কুমিল্লা ও সামাজিক মিডিয়া ফেসবুকে প্রতিবাদের ঝড় উঠে । ২২ মার্চ দুপুরে এ হত্যায় জড়িদের বিচারের দাবিতে নগরীর কান্দিরপাড়ে শিক্ষার্থীরা বিশাল মানববন্ধন করে। ২৩ মার্চ দুপুরে এক ঘন্টার জন্য কুমিল্লার কোটবাড়ি বিশ্বরোড মহানড়ক অবরোধ করে শিক্ষার্থীরা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি