সোমবার,২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ক্রেতা আছে, বিক্রেতা নেই


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.০৩.২০১৬

49a3aa5389e0567e78f1ad757f8eb074-kushtia-dokan-1-
ডেস্ক রিপোর্ট:

সারিবদ্ধ অনেকগুলো দোকান হাজারো মানুষের পদচারণা। সব দোকানে রয়েছে দোকানদার। ক্রেতা আসছেন পছন্দের পণ্যও কিনছেন। তবে, এতগুলো দোকানের মাঝে দেখা মিলল এক ভিন্ন রকমের দোকান। যেখানে কোন দোকানদারই নেই।

আছে পণ্য আর তাতে নির্ধারণ করা আছে দাম। মনেই হবে না এটি বাংলাদেশের কোন দোকান। উন্নত দেশের শপিং সেন্টারের আদলেই দোকানটি চলছে কুষ্টিয়ার কুমারখালীর স্টেশনের পাশে।

“ভিন্ন রকম দোকান”। নামের মতো দোকানটির বেচা-কেনা নিয়ম-কানুনও ভিন্ন।

দোকানদার ছাড়াই দিব্যি চলছে লেনদেন। নেই দর কষাকষি কিংবা ক্রেতা ঠকানোর কোনো আয়োজন। জিনিসের গায়ে লেখা মূল্য দেখে বাক্সে টাকা রেখে পণ্য নিয়ে যান ক্রেতারা। কুষ্টিয়ার কুমারখালী স্টেশনের পাশে ব্যতিক্রম এ দোকান বিক্রি হয় চাদর, গামছা, তোয়ালে, রুমাল, লুঙ্গি।

দোকানের মালিক হামিদুর রহমান শিপন, পেশায় হকার। প্রায় দেড় বছর ধরে চালাচ্ছেন কাপড়ের এই দোকানটি। ছোট্ট এই দোকানে আলাদা লোক নেয়ার সামর্থ নেই। এর আয় দিয়ে চলেনা সংসারও। বেছে নিলেও এমন বিস্ময়কর পদ্ধতি।

আরো বড় বিস্ময় হলো, এখন পর্যন্ত ঘটেনি চুরির ঘটনাও। শিপনের বিশ্বাস, সমাজে এখনো ভাল মানুষ আছে। যেখানে মালিক কিংবা বিক্রেতা ছাড়াই ব্যবসা করা সম্ভব।

প্রতিদিন সন্ধ্যায় ফিরে এসে বাক্স খুলে সারাদিনে বিক্রি হওয়া টাকা সংগ্রহ করেন শিপন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি