মঙ্গলবার,২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


পহেলা বৈশাখে কুমিল্লা জেলা প্রশাসনের উদ্যোগে সারাদিন ব্যাপি বিভিন্ন কর্মসূচী


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.০৪.২০১৬

index
স্টাফ রিপোর্টারঃ

পহেলা বৈশাখে কুমিল্লা জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচীর আয়োজন করা হয়েছে। সকাল সাড়ে ৬ টায় কুমিল্লা স্টেশন ক্লাবে জেলা শিল্পকলা একাডেমির পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান, সকাল ৮ টায় ভিক্টোরিয়া কলেজ থেকে স্টেশন ক্লাব পর্যন্ত আনন্দ শোভাযাত্রা,বিকেল ৪ টায় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ঘুড়ি উৎসব,  বিকেল সাড়ে ৫ টায় কুমিল্লা স্টেশন ক্লাবে জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে চৈত্র সংক্রান্তি অনুষ্ঠান এবং সূর্যোদয়ের সাথে সাথে সুর সংগীতে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এছাড়া কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে কারাবন্দিদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান, স্ব-স্ব প্রতিষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানে নববর্ষের অনুষ্ঠান এবং কুমিল্লা স্টেশন ক্লাবে জেলা শিল্পকলা একাডেমি ও জেলা শিশু একাডেমির আয়োজনে গ্রামীণ মেলা ও শিশু আনন্দমেলার আয়োজন করা হয়েছে।

এদিকে জাতীয় বৃহত্তর স্বার্থের কথা বিবেচনা করে কুমিল্লা জেলা প্রশাসন পহেলা বৈশাখে ইলিশ মাছ খাওয়া থেকে নিজেদের বিরত রাখার ঘোষণা দিয়ে এবারের পহেলা বৈশাখে অতিথিদের আপ্যায়নে কুমিল্লা জেলা প্রশাসনের উদ্যোগে পান্তা-ইলিশের আয়োজনের পরিবর্তে  পান্তা-মরিচ-ভর্তা-ভাজির আয়োজন করার উদ্যোগ নিয়েছেন। সকাল সাড়ে ৮ টায় জেলা প্রশাসকের বাসভবনে পান্তা-মরিচ-ভর্তা-ভাজি দিয়ে অতিথিদের আপ্যায়ন করা হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি