সোমবার,২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


বরুড়ায় প্রতিপক্ষের ঘুষিতে স্কুল শিক্ষকের মৃত্যু


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.০৪.২০১৬

Nangolkot-comilla20160417180136
ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার বরুড়া উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের ঘুষির আঘাতে ইব্রাহিম খলিল (৫৮) নামে এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে।

রোববার (১৭ এপ্রিল) বিকেলে উপজেলার গালিমপুর ইউনিয়নের ধনিশ্বর গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত ইব্রাহিম খলিল ধনিশ্বর গ্রামের বাসিন্দা ও ধনিশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন।

মৃতের পারিবারিক সূত্র জানায়, একই গ্রামের বশত আলীর ছেলে রমজান আলী ও আবদুল বারেক, রঞ্জন আলীর ছেলে হারুনুর রশিদ, বারেকের ছেলে ইসরাফিল গংদের সঙ্গে ইব্রাহিম খলিলের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছে। এ নিয়ে আগামী মঙ্গলবার স্থানীয়ভাবে সালিশ বসার কথা ছিল।

রোববার বিকেলে প্রতিপক্ষ রমজান আলী তার লোকজন নিয়ে ওই জমিতে কাজ করার সময় ইব্রাহিম খলিল তাদের বাধা দেন। এতে প্রতিপক্ষের লোকজন তাকে কিল-ঘুষি মারেন। ঘুষির আঘাতে ইব্রাহিম খলিল মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ বিষয়ে বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম সিকদার জানান, হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি